E Purba Bardhaman

বেতন বৃদ্ধির আন্দোলনে সর্বশিক্ষা মিশনের কর্মীরা

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ১৮ বছরেরও বেশী সময় ধরে সরকারী সমস্ত ধরণের প্রকল্প রুপায়ণে কাজ করে চললেও বেতন না বাড়ায় শুক্রবার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি দিল পুর্ব বর্ধমানের সর্বশিক্ষা মিশনের কর্মীরা। এদিন জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই স্মারক লিপি দেওয়া হয়। কর্মীরা অভিযোগ করেছেন, চলতি সময়ে জিনিসপত্রের দাম মাত্রারিক্ত বৃদ্ধি পেয়েছে। তাদেরও কাজের চাপ বেড়েছে। সরকারী বিভিন্ন প্রকল্পের কাজ করতে হচ্ছে তাদের। কিন্তু তাদের বেতন বৃদ্ধি হয়নি। ফলে তারা রীতিমত অসহায় অবস্থার মধ্যে পড়েছেন।

Exit mobile version