মাধবডিহী (পূর্ব বর্ধমান) :- অযোধ্যার রামমন্দির থেকে অভিমুখ ঘুরে বর্তমানে রাজ্য রাজনীতির আলোচ্য বিষয় সন্দেশখালি। আর এরই মধ্যে রাজনীতিকে সরিয়ে রেখে সরস্বতী পুজোকে কেন্দ্র করে রাম মন্দির তৈরি করলেন ক্লাব সদস্যরা। অস্থায়ী এই মন্দির গড়ে উঠেছে রায়না ২ ব্লকের মাধবডিহীর ধামনাড়ী গ্রামে। এই গ্রামেরই ক্লাব ধামনাড়ী জয়বাংলা শ্রমিক সংঘের এবারের ৭৯ তম বর্ষের সরস্বতী পুজোর থিম রাম মন্দির। নব নির্মিত অযোধ্যার রাম মন্দিরের আদলেই এখানে অস্থায়ী মন্দির গড়ে তুলেছেন ক্লাব সদস্যরা।