গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মেমারি (পূর্ব বর্ধমান) :- কালনা মহকুমা থেকে মেমারী একের পর সিরিয়াল কিলিং-এর ঘটনায় এবার নড়েচড়ে বসল জেলা পুলিশ। বুধবারই ঘটনার তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে মেমরী থানা ঘুরে গেলেন বর্ধমান রেঞ্জের ডিআইজি তন্ময় রায় চৌধুরী। ছিলেন জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়ও। চলতি বছরের ২ জানুয়ারী কালনার উপলতি গ্রামে মিটার রিডিং দেখার নাম করে বাড়িতে ঢুকে এক লক্ষ্মীবালা পাল নামে বৃদ্ধাকে গলায় শেকল পেঁচিয়ে খুনের চেষ্টা করে দুষ্কৃতি। বৃদ্ধার গহনা লুঠে করে পালায় দুষ্কৃতি। ঘটনার তদন্তে নামে কালনা থানার পুলিশ। কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার সাতগেছিয়ায় সেগুন বাগানের কাছে বাড়ি থেকে মমতা কিস্কুকে (৫০) রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। মেমারির পাহাড়হাটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় ঘরে কেউ ছিলনা। তাঁর স্বামী শ্যামাপদ কিস্কু গোরু নিয়ে মাঠে গিয়েছিলেন। দুই ছেলে খেতমজুরের কাজে বাইরে ছিলেন। খাবার খেতে দুপুরে বাড়িতে এসে তাঁর দুই ছেলে মমতা দেবীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। মাথায় ভারি কিছু দিয়ে আঘাতের চিহ্ন ছিল। শ্যামাপদ বলেন, আমার কারও সঙ্গে শত্রুতা নেই।