বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শনিবার সকালে প্রাতঃভ্রমণ এবং জনসংযোগ করতে গিয়ে রেল দপ্তরের চিলড্রেন পার্কের অপরিচ্ছন্নতা দেখে বেজায় ক্ষুব্ধ হলেন বিজেপির বর্ধমান-দুর্গাপুর আসনের প্রার্থী দিলীপ ঘোষ। আর তাঁর এই ক্ষোভকেই হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস। শনিবার সকালে বর্ধমান শহরের ৪নং ওয়ার্ডে প্রাতঃভ্রমণে বের হন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। একইসঙ্গে তিনি জনসংযোগ সারেন। এই জনসংযোগ করতে গিয়ে তিনি শনিবার সকালে বর্ধমানের লোকো ব্লিস মাঠে যান। সেখানেই লোকো চিলড্রেন পার্কের অপরিষ্কার অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন দিলীপবাবু। কেন পরিষ্কার করা হয় না তা জানতে চেয়ে তিনি হুঁশিয়ারি দেন দ্রুত পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করুন না হলে ট্রান্সফারের হুমকিও দেন রেলওয়ের এক কর্মীকে। রেলের এক কর্মীকে তিনি বলেন, সপ্তাহে একদিন পার্ক পরিষ্কার করতে পারেন না? আমি তো ঝগড়া করি না, রেলমন্ত্রীকে টুইট করব। কার্যত হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কালকের মধ্যে পার্ক পরিষ্কার না হলে এখান থেকে সরিয়ে দেওয়া হবে। এখানে ভোট দিতে পারবেন না। লিখে দেবেন বাচ্চাদের পার্ক, আর ডাস্টবিন করে রেখে দেবেন? আর দিলীপবাবুর এই বক্তব্যের পরই সুর চড়িয়েছেন ৪নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলার নুরুল আলম। তিনি বলেন, নামেই স্বচ্ছ ভারত অভিযান আর তারজন্যে ঢাকঢোল পিটিয়ে কোটি কোটি টাকা খরচা। বাস্তবে যে তার কোনো কাজ হয় না তা আবারও প্রমাণিত হল বিজেপির নেতার কথাতেই। বর্ধমান স্টেশন সংলগ্ন রেলের জায়গায় রেলের বিভিন্ন প্রোজেক্ট ও আবাসন এলাকার নিকাশি ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে স্থানীয়দের অভাব অভিযোগের অন্ত নেই। এই উদাসীনতা নিয়ে কাউন্সিলারদের তরফেও একাধিকবার লিখিত আকারে রেলকে জানানো সত্ত্বেও কোনো রকমের হেলদোল নেই রেলের।