E Purba Bardhaman

৩ মে নরেন্দ্র মোদির সভার জন্য বিডিএ মাঠ ব্যবহারে অনুমতি দিল না, ক্ষোভে তেতে উঠলেন দিলীপ ঘোষ

Dilip Ghosh fumed over BDA's refusal to use ground for Narendra Modi's meeting on May 3

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আগামী ৩ মে পূর্ব বর্ধমানের গোদা বালির মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভার জন্য মাঠ ব্যবহারের অনুমতি দিল না বর্ধমান উন্নয়ন সংস্থা। আর এই ঘটনায় রীতিমতো সুর চড়িয়ে দিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সোমবার বিকালে তিনি এই গোদার মাঠ পরিদর্শন করতে আসেন। আর তখনই দলীয় নেতৃত্বের কাছ থেকে তিনি জানতে পারেন বর্ধমান উন্নয়ন সংস্থা (বিডিএ) এই মাঠ ব্যবহারের অনুমতি দেয়নি। এরপরই ক্ষীপ্ত দিলীপ ঘোষ বলেন, এই মাঠ কি কারও বাপের? তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই দেশের প্রধানমন্ত্রীর জন্য সরকারি মাঠ দেওয়া হল না। তাঁর অভিযোগ, এই মাঠেই রাজ্যের মুখ্যমন্ত্রীর একাধিকবার সভা হয়েছে। অথচ দেশের প্রধানমন্ত্রীর জন্য সেই মাঠই দেওয়া হচ্ছে না। উল্লেখ্য, এদিন বিডিএ-এর চেয়ারম্যান কাকলি গুপ্ত তা জানিয়েছেন, বিডিএ-র সিদ্ধান্ত, কোনো রাজনৈতিক কারণে এই মাঠ দেওয়া হবে না। তাহলে প্রতিদিনই কোনো না কোনো রাজনৈতিক দল মিটিং করবে। তিনি জানিয়েছেন, এই মাঠের একাধারে রয়েছে হাসপাতাল অন্যদিকে স্কুল। পরিবেশ নষ্ট হবে। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যে সভা করেছেন তা প্রশাসনিক সভা ছিল। তাই অনুমতি দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীও যদি প্রশাসনিক সভা করেন তো আমাদের কোনো আপত্তি নেই। আর বিডিএ-র এই উত্তরে দিলীপবাবু এদিন রীতিমতো ক্ষোভ প্রকাশ করে বলেন, এটা কি কারও বাপের মাঠ। মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা করার নাম করে দলের নেতা-কর্মীদের নিয়ে দেশের প্রধানমন্ত্রীর নামে লাগাতার কুৎসা করেছেন। সেটা কী ধরনের প্রশাসনিক সভা? দিলীপবাবু জানিয়ে যান, এই ঘটনার জন্য তাঁদের যা যা করার তাঁরা করবেন। অন্যদিকে, এই মাঠ বাতিলের পাশাপাশি এদিন প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এনএসজি টিম বর্ধমান-সিউড়ি রোডের সাই কমপ্লেক্সের মাঠ পরিদর্শন করে। দিলীপবাবু জানিয়েছেন, সাই কমপ্লেক্সের মাঠ তাঁরা দেখেছেন। কিন্তু ওখানে প্রচুর জঙ্গল। সময় কম। তাই দ্রুত কাজ করতে হবে।

Exit mobile version