বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার বর্ধমান আদালতে আত্মসমর্পণ করলেন দিলীপ ঘোষ। গত ১৩ মে লোকসভা ভোটের দিন তৃণমূলের এক মহিলা কর্মীর দায়ের করা একটি পুরনো মামলায় এদিন আত্মসমর্পণ করেন তিনি, পরে তাঁর জামিন মঞ্জুর হয়। উল্লেখ্য, ভোটের দিন বর্ধমান থানার কপিবাগান এলাকায় দিলীপ ঘোষ ও তার নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে কয়েকজন তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ ওঠে। রক্তাক্ত অবস্থায় ৩ তৃণমূলকর্মীকে বর্ধমান হাসপাতালে ভর্তিও করতে হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা করেন এক মহিলা তৃণমূল কর্মী। পাল্টা দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীদের গাড়িতে হামলা, নিরাপত্তা রক্ষীকে মারধরেরও অভিযোগ ওঠে। তৃণমূল কর্মীর মামলার পরিপেক্ষিতেই জেলা জজ আদালতে আগাম জামিনের আবেদন করেন দিলীপবাবু। কয়েকদিন আগে তাঁর আবেদন মঞ্জুর করেন জেলা জজ। এরপর শুক্রবার বর্ধমান সিজেএম আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন দিলীপ ঘোষ।