E Purba Bardhaman

লোকসভা ভোটে হামলার অভিযোগে বর্ধমান আদালতে আত্মসমর্পণ করলেন দিলীপ ঘোষ

Dilip Ghosh surrendered in Burdwan court on charges of attack on Lok Sabha polls

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার বর্ধমান আদালতে আত্মসমর্পণ করলেন দিলীপ ঘোষ। গত ১৩ মে লোকসভা ভোটের দিন তৃণমূলের এক মহিলা কর্মীর দায়ের করা একটি পুরনো মামলায় এদিন আত্মসমর্পণ করেন তিনি, পরে তাঁর জামিন মঞ্জুর হয়। উল্লেখ্য, ভোটের দিন বর্ধমান থানার কপিবাগান এলাকায় দিলীপ ঘোষ ও তার নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে কয়েকজন তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ ওঠে। রক্তাক্ত অবস্থায় ৩ তৃণমূলকর্মীকে বর্ধমান হাসপাতালে ভর্তিও করতে হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা করেন এক মহিলা তৃণমূল কর্মী। পাল্টা দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীদের গাড়িতে হামলা, নিরাপত্তা রক্ষীকে মারধরেরও অভিযোগ ওঠে। তৃণমূল কর্মীর মামলার পরিপেক্ষিতেই জেলা জজ আদালতে আগাম জামিনের আবেদন করেন দিলীপবাবু। কয়েকদিন আগে তাঁর আবেদন মঞ্জুর করেন জেলা জজ। এরপর শুক্রবার বর্ধমান সিজেএম আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন দিলীপ ঘোষ। ১৩ মে লোকসভা ভোটের দিন বর্ধমানের কপিবাগান এলাকায় রাজনৈতিক উত্তেজনায় দুপক্ষের মধ্যে ইট বৃষ্টি, দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীদের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। অন্যদিকে তৃণমূল কর্মীদের ওপর মারধর করার অভিযোগ ওঠে দিলীপ ঘোষ ও তাঁর দেহরক্ষীদের বিরুদ্ধে। ঘটনায় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের নামে অভিযোগ দায়ের হয়। এরপর গ্রেফতারি এড়াতে পূর্ব বর্ধমান জেলা ও দায়রা আদালতে আগাম জামিনের আবেদন করেন দিলীপ ঘোষ। জেলা আদালত আবেদন মঞ্জুর করে। এরপর শুক্রবার বর্ধমান সিজেএম আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন দিলীপ ঘোষ। বিজেপির জেলা সাধারণ সম্পাদক তথা বর্ধমান আদালতের আইনজীবী আশীষ কুমার পাল জানিয়েছেন, নির্বাচনের দিন কালনা গেট এলাকার কপিবাগানে দিলীপ ঘোষকে আক্রমণ করা হয়। তাঁর নিরাপত্তারক্ষীরা আহত হয়েছিলেন। পুলিশ লাঠি চার্জ করেছিল, দু-একজন জখম হয়েছিল। সেই সময় দিলীপ ঘোষের বিরুদ্ধে মিথ্যে মামলা করেছিল। আইনকে মান্যতা দিয়ে জেলা আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন, সেটা মঞ্জুর হয়েছে। সেটাই এদিন সিজেএম আদালতে দিলীপ ঘোষ উপস্থিত হয়ে আত্মসমর্পন করলেন। এদিন জামিন মঞ্জুর হয়েছে। আশীষবাবু জানিয়েছেন, মন্তেশ্বরেও একটা মামলা আছে। ওটারও পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Exit mobile version