বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ত্রিশূল, বর্শা, গদা নিয়ে মহিলাদের তৈরি থাকতে বলায় দিলীপ ঘোষ কীর্তি আজাদকে কটাক্ষ করে বললেন সাত দিন অপেক্ষা করুন কাঁছা খুলে দেবেন এখানকার মানুষ। সোমবার ভাতার বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় প্রচার কর্মসূচি করেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ। আর এই প্রচার কর্মসূচির অঙ্গ হিসাবেই ভাতার বিধানসভা এলাকার নাসিগ্রামে কর্মীসভা করতে গিয়ে কীর্তি আজাদ দিলীপ ঘোষ সম্পর্কে রীতিমতো উজ্জীবিত করে গেলেন মহিলাদের। তিনি বলেন, ওনার ভরসা নেই, দিলীপ ঘোষ যখন গ্রামে আসবেন, কোন নারীকে কী বলবেন, কোন মহিলাকে কী বলবেন, অপমান করতে পারেন। ওনার থেকে সাবধানে থাকবেন। হাতে ত্রিশূল, বর্শা, গদা নিয়ে মা চণ্ডী, মা কালীর রূপ ধরবেন। এরকম মহিষাসুরকে ঢুকতে দেবেন না। অন্যদিকে, সোমবার সারাদিন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে প্রচার কর্মসূচি চালান বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দুর্গাপুরে একাধিক প্রচার কর্মসূচি শেষে তিনি রাতেই পূর্ব বর্ধমান জেলায় ফেরেন। পূর্ব বর্ধমানে পৌঁছে রাতেই বর্ধমানের ভাঙাকুঠীতে চা-চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। চা-চক্রে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ জানান, ওনাকে বলুন দিলীপ ঘোষের কথা ভাবতে হবে না, তৃণমূল কংগ্রেসের কথা ভাবুন। এমন দৌড় করিয়েছি মাথায় হাত। শক খেয়েছেন ওটা আগে ঠিক হয়ে যাক, তারপর লড়াই করবেন। দিলীপ ঘোষ কী বলছেন বর্ধমানের মানুষ বুঝে নেবেন। দিলীপ ঘোষ বলেন, উনি (কীর্তি আজাদ) কী বলছেন ছেড়ে দিন। উনি কে হরিদাস পাল। বর্ধমানের কে? বড় বড় কথা বলছেন। সাত দিন অপেক্ষা করুন কাঁছা খুলে দেবে এখানকার লোক। সবে তো মন্দিরে গেছেন, এবার কোথায় যাবেন জিজ্ঞাসা করুন। যারা এনেছেন তাঁরাই ঠিক করে দেবেন। এই তো সবে শুরু এখনও পুরো সিনেমা বাকি আছে।