E Purba Bardhaman

ধর্ষণ ও নারী নির্যাতন রুখতে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে আলোচনাসভা

Discussion meeting with people from all levels of society to prevent rape and women abuse

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আর জি কর কাণ্ড নিয়ে যখন গোটা দেশ উত্তাল সেই সময় বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস সমাজ থেকে এই সামাজিক ব্যাধি ও অবক্ষয়কে চিরতরে দূর করতে সময়োপযোগী সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে আলোচনা সভার আয়োজন করলেন। রবিবার বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে এই আলোচনাসভায় হাজির ছিলেন সমাজের বিভিন্ন পেশা, বিভিন্ন ধর্মের মানুষজন। খোকন দাস এদিন জানিয়েছেন, বিভিন্ন রাজ্যে উদ্বেগজনকভাবে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ক্রমশ বাড়ছে। এই অবস্থায় সমাজকে সুস্থ ও স্বাভাবিক রাখতে কী কী করা দরকার সেই বিষয় নিয়েই এদিন আলোচনা সভা ডাকা হয়েছে। এই আলোচনান্তে যে বিষয়গুলি উঠে আসবে সেগুলি কার্যকর করার বিষয়ে তাঁরা উদ্যোগী হবেন। উল্লেখ্য, এদিন বিভিন্ন বক্তা এই সামাজিক অবক্ষয়কে রুখতে যেমন সমস্ত ধরনের পর্নোগ্রাফিকে নিষিদ্ধ করার যৌক্তিকতা তুলে ধরেছেন, তেমনি মহিলাদের অসম্মানের ছোটখাটো ঘটনা ঘটলেও তৎক্ষণাৎ গুরুত্ব দিয়ে আটকানো এবং প্রতিবাদ করার কথা বলেছেন। অনেকেই এব্যাপারে বিচারপ্রক্রিয়াকে দ্রুত নিষ্পত্তি করার ওপরও জোড় দিয়েছেন। একইসঙ্গে এই ধরনের ঘটনাকে রুখতে অধিকাংশ বক্তাই গুরুত্ব দিয়েছেন কঠিনতম শাস্তিকে। এমন শাস্তি দেওয়া দরকার, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের অপরাধ করতে গেলে শাস্তির কথা ভেবে পিছিয়ে যায়। এরই পাশাপাশি ছোটবেলা থেকেই এই ধরনের বিকৃত মানসিকতা দেখা গেলে তা অবহেলা না করে দ্রুত কাউন্সেলিং বা চিকিৎসার ব্যবস্থা করার ওপরও জোড় দিয়েছেন অনেকেই। তাঁদের মতে ছোটবেলা থেকেই এই ধরনের আচরণের টের পাওয়া যায়। কিন্তু সিংহভাগ ক্ষেত্রেই সেগুলিকে অবহেলা করা হয়। সমাজ থেকে এই ব্যাধিকে দূর করতে গেলে সেই ছোটবেলা থেকেই বিষয়টি রোখা দরকার। প্রয়োজনে কাউন্সেলিং বা চিকিৎসার সাহায্য নেওয়া উচিত। উল্লেখ্য, একদিকে, যখন বর্ধমান সংস্কৃতি মঞ্চে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে সেই সময় ফের বর্ধমান সাধারণ নারী ঐক্য মঞ্চের উদ্যোগে এদিন বর্ধমানের বড়নীলপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত ‘মেয়েদের মিছিল’ আয়োজন করা হয়।

Exit mobile version