E Purba Bardhaman

ফেক নিউজ, বিদ্যুত চুরি রুখতে এবং তামাকমুক্ত বর্ধমান গড়তে আলোচনাসভা

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সোস্যাল মিডিয়ায় ফেক নিউজ, বিদ্যুৎ চুরি রুখতে এবং তামাক মুক্ত বর্ধমান গড়তে এবার গোটা জেলা জুড়ে অভিযানে নামল জেলা প্রশাসন। শুক্রবার বর্ধমানের সংস্কৃতি মঞ্চে জেলার জনপ্রতিনিধিদের নিয়ে আলোচনা করলেন জেলা প্রশাসনের আধিকারিকরা। হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব প্রমুখরা। ফেক নিউজের মাধ্যমে কিভাবে গোটা সমাজে তার প্রভাব পড়ছে, তামাকের প্রভাব এবং হুকিং সহ বিদ্যুৎ চুরি বনধে জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসনের আধিকারিকরা। এদিন সচেতনতা বাড়াতে এলাকার জনপ্রতিনিধিদের এগিয়ে আসার এবং বিশেষ করে সোস্যাল মিডিয়ায় গুজবের ঘটনা সম্পর্কে সচেতন থাকার আবেদন জানান আধিকারিকরা।

Exit mobile version