E Purba Bardhaman

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে ভাতের সঙ্গে ফুটল বাসন মাজা সাবান, ব্যাপক আলোড়ন

Dishwashing soap in rice pot in Burdwan University Hostel

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আইসিডিএস সেন্টার কিংবা মিড ডে মিলের খাবারে টিকটিকি, আরশোলা, ইঁদুর কিংবা পোকা ধরা চালের ঘটনার সঙ্গে এবার যুক্ত হল ১৭ কেজি চালের ভাতের সঙ্গে ফুটছে বাসন মাজা সাবান। ফেনায় ভর্তি ভাত ফুটছে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটল এবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ছাত্রাবাসে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে রবিবার সকালে। বিশ্ববিদ্যালয়ের রাঁধুনীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে সরব হলেন ছাত্ররা। ঘটনার পর থেকেই বেপাত্তা এই ছাত্রাবাসের রাঁধুনি। ছাত্রদের অভিযোগ, হোস্টেলে ১১০ জন ছাত্রের রান্নার জন্য ৬ জন কর্মী আছেন। কিন্তু প্রায় প্রতিদিনই এক বা একাধিক কর্মী উপস্থিত থাকেন না এবং বাকিরা তাঁদের কাজ ঠিকঠাক করেন না। রবিবার সকালের রান্না করার সময় দেখা যায় হাঁড়িতে ভাতের পাশাপাশি বাসন মাজার সাবানও ফুটছে। এই বিষয়ে রাঁধুনিকে জিজ্ঞাসা করতেই রাঁধুনি পালিয়ে যায়। দীর্ঘক্ষণ না খেয়েই থাকতেই হয় ছাত্রদের। সমস্তদিকটিই কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্লেসমেন্ট বিভাগের কর্মী চন্দন চৌধুরি। ছাত্ররা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই এই ছাত্রাবাসের রান্না নিয়ে তাঁরা লাগাতার অভিযোগ করে আসলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ছাত্ররা অভিযোগ করেছেন, প্রায়শই রান্নার মান অত্যন্ত খারাপ হচ্ছে। ছাত্ররা খেতে পারছে না। কিন্তু অভিযোগ করলেও কোনো সুফল মিলছে না। ছাত্ররা জানিয়েছেন, এই বিষয় নিয়ে তারা সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হাজির হচ্ছেন।

Exit mobile version