বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আগামী ২৩ মে পূর্ব বর্ধমান জেলার দুটি লোকসভা আসন বর্ধমান দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব লোকসভা আসনের ফলাফল প্রকাশিত হতে রীতিমত দেরী হবার সম্ভাবনা। মঙ্গলবার জেলা প্রশাসনের গণনা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকের পর এমনটাই ইঙ্গিত দিয়েছেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। তিনি জানিয়েছেন, এবার নির্বাচন কমিশনের নির্দেশে প্রতিটি বিধানসভা ভিত্তিক ৫টি করে ভি ভি প্যাটের স্লিপকে সংশ্লিষ্ট বুথের প্রদত্ত ভোট গণনার সঙ্গে মিলিয়ে দেখা হবে। স্বাভাবিকভাবেই এবার ভোটের ফলাফল ঘোষণায় দেরী হবার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে যদি গণনার কাজ পরের দিন অর্থাত ২৪ মে পর্যন্ত গড়ায় সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সবরকমের প্রস্তুতি রাখা হয়েছে। তবে তাঁরা আশা করছেন পরেরদিন দুপুর ১২টার মধ্যেই যাবতীয় গণনা সংক্রান্ত কাজ সম্পূর্ণ করতে পারবেন।