পূর্বস্থলী (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে শুরু হলো ‘জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব’। তথ্য ও সংস্কৃতি বিভাগের যাত্রা আকাদেমির উদ্যোগে ১৪ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর ইউনাইটেড স্কুল মাঠে চলবে এই উৎসব। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) প্রসেনজিৎ দাস, পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশংকর মন্ডল, উৎসবের আহ্বায়ক তথা পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ কুমার মল্লিক, উপদেষ্টা তথা পূর্বস্থলী ১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় সেনাপতি, কালনা মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অসিত ঘোষাল প্রমুখ। উৎসবের ব্যবস্থাপনায় রয়েছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন, পূর্বস্থলী ১ ব্লক প্রশাসন ও পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতি। রামশংকর মন্ডল জানিয়েছেন, উৎসব ময়দানে প্রতিদিন লোকশিল্পীদের অনুষ্ঠান-সহ স্থানীয় ও কোলকাতা অপেরা পরিচালিত যাত্রাপালা মঞ্চস্থ হবে।