ভাতার (পূর্ব বর্ধমান) :- আরজি কর কাণ্ডের প্রসঙ্গ টেনে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে এক মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। শনিবার গভীর রাতে ভাতার থানার সিভিক ভলানটিয়ার সুশান্ত রায়ের বিরুদ্ধে এক মহিলা চিকিৎসককে আরজি কর কাণ্ডের প্রসঙ্গ টেনে হুমকি দেবার অভিযোগ ওঠায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করেছে। চিকিৎসকদের অভিযোগ, ওই সিভিক ভলানটিয়ার শনিবার রাতে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে প্রচণ্ড মদ্যপ অবস্থায় চিকিৎসা করাতে আসেন। এক মহিলা চিকিৎসক সিভিক ভলান্টিয়ারের চিকিৎসা করার সমস্ত রকম ব্যবস্থা করেন। কিন্তু হঠাৎ করে ওই সিভিক ভলানটিয়ার তার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে দেয় এবং অভিযোগ মহিলা চিকিৎসককে হুমকি দিয়ে বলেন “আরজি করে কী হয়েছে জানেন তো?” এরপর ওই মহিলা চিকিৎসক ভীত সন্ত্রস্ত হয়ে আরও অন্যান্য সিভিক ভলান্টিয়ারকে ডাকেন। এই ঘটনার প্রতিবাদে শনিবার ভাতার স্টেট জেনারেল হাসপাতালের সমস্ত নার্স এবং চিকিৎসকেরা ভাতার থানায় ডেপুটেশন দেন। তাঁদের দাবি, অভিযুক্ত ওই সিভিক ভলান্টিয়ারকে শাস্তি দিতে হবে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী। অন্যদিকে, ভাতার হাসপাতালের কর্মী বিপ্লব মালিক জানিয়েছেন, শনিবার রাতে চিকিৎসকেরা পরিষেবা দিচ্ছিলেন। সেই সময় সিভিক ভলান্টিয়ার সুশান্ত রায় আমাদের মহিলা চিকিৎসককে রাত ১২ টায় বলেন, “আরজি করে কী হয়েছে জানেন তো?” এই বিষয় নিয়ে পুলিশ-প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়েছে। ওনারা এফআইআর করতে বলেছেন। ভাতার থানা থেকে হাসপাতালের দূরত্ব ২ কিলোমিটার। এরমধ্যেও পুলিশের একবারও মনে হলো না হাসপাতালে একবার এসে নিরাপত্তার ব্যবস্থা করা। এটা আমাদের খুব খারাপ লেগেছে। তিনি জানিয়েছেন, ওই সিভিক ভলান্টিয়ার আগেও এই রকম করেছেন। অবিলম্বে গ্রেফতার করতে হবে। না হলে আমরা কর্মবিরতিতে যাবো। জানা গেছে, এই ঘটনার পর গ্রেপ্তার করা হয়েছে ওই সিভিক ভলান্টিয়ারকে।