আমাকে কু-কথা বলা তাঁর নির্বাচনী প্রচার কৌশল হতে পারে, আমার নয় – শর্মিলা সরকার
admin
জামালপুর (পূর্ব বর্ধমান) :- ডাক্তারীকে আপাতত ছুটির ঠিকানায় রেখে সকাল থেকে সন্ধ্যা এলাকার পর এলাকা চষে বেড়াচ্ছেন বর্ধমান পূর্ব আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা. শর্মিলা সরকার। কাটোয়া থেকে পূর্বস্থলী, কালনা, জামালপুর, রায়না – বিশাল এই লোকসভা আসনের প্রতিটি গ্রামে গ্রামে তিনি পৌঁছাতে চাইছেন। আর যেখানেই তিনি যাচ্ছেন সেখানেই তাঁকে দেখতে সাধারণ মানুষ থেকে তৃণমূল কর্মীরা তাঁর সঙ্গে পা মেলাচ্ছেন। ফুলের মালা দিয়ে তাঁকে বরণ করা যেমন হচ্ছে তেমনি গ্রামে গ্রামে দেখা মিলছে তাঁকে প্রণাম করার হিড়িকও। শনিবার সকালে পূর্ব বর্ধমানের জামালপুর বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি জায়গায় প্রচার করলেন ডা. শর্মিলা সরকার। তাঁর সঙ্গে ছিলেন জামালপুরের বিধায়ক অলোক মাঝি, জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মিঠু মাঝি সহ তৃণমূল নেতৃত্বরাও। শনিবার সকালে স্থানীয় হারালা এলাকায় বিপত্তারিণী মন্দিরে পুজো দিয়ে গুহ মার্কেট পর্যন্ত বাড়ি বাড়ি জনসংযোগ করেন তিনি। এরপর কারালাঘাট হিমঘর এলাকায় করেন কর্মী বৈঠক। ফের বিকালে কারালাঘাট থেকে গুহ মার্কেট পর্যন্ত পদযাত্রায় অংশ নেন। বিকালে গুহ মার্কেটে ইফতার পার্টিতেও অংশ নেন তিনি। এদিন সন্ধ্যায় মহিন্দর গ্রামে শ্মশানকালী মন্দিরে পুজো দেবার পাশাপাশি জনসংযোগ করেন তিনি। শর্মিলাদেবী এদিন জানিয়েছেন, তিনি যেখানেই যাচ্ছেন মানুষের ভালোবাসা পাচ্ছেন। তিনি আশা করছেন মানুষ তাঁকে নির্বাচিত করে দিল্লি পাঠাবেন তাঁদের বিভিন্ন দাবিদাওয়া আদায়ের জন্য। উল্লেখ্য, এই লোকসভা কেন্দ্রে তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে অসীম সরকারকে। প্রার্থী হিসাবে এই কেন্দ্রে পা রেখেই তিনি ডা. শর্মিলা সরকারকে নিয়ে গান বেঁধে বিতর্ক তুঙ্গে তুলেছেন। এদিন শর্মিলাদেবী সাফ জানিয়েছেন, উনি বয়স্ক মানুষ, উনি ওনার মত প্রচার করছেন, আমি তাঁকে সম্মান জানাই। আমি প্রচারে কোনও অশালীন মন্তব্য করব না। আমি আমার মত প্রচার করছি, কে কী করছেন তাতে আমার কোন সমস্যা নেই। যদিও এর পাশাপাশি তিনি এদিন জানিয়েছেন, আমাকে কু-কথা বলা তাঁর নির্বাচনী প্রচার কৌশল হতে পারে, আমার নয়। জামালপুরে মানুষকে চা পরিবেশনের সময় অসীম সরকারের করা অবমাননাকর মন্তব্যের প্রেক্ষিতে একথা বলেন ডা. শর্মিলা সরকার।