E Purba Bardhaman

বর্ধমান হাসপাতালেও প্রতীকী অনশনে চিকিৎসকরা

Doctors are also on symbolic hunger strike in Burdwan Hospital

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আর জি কর কাণ্ডে কলকাতায় জুনিয়র ডাক্তারদের অনশনকে সংহতি জানিয়ে সোমবার থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালেও জুনিয়র ডাক্তারদের একাংশ প্রতীকী ১২ ঘণ্টার অনশনে বসলেন। এদিন বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের সামনে দুই মহিলা চিকিত্সক-সহ মোট ৮ জন এই অনশন শুরু করলেন। তাঁরা জানিয়েছেন, ১০ দফা দাবির সমর্থনে কলকাতায় যে অনশন শুরু করেছেন চিকিৎসকরা তাকে সংহতি জানাতেই তাঁরাও এই প্রতীকী ১২ ঘণ্টার অনশন শুরু করেছেন। যদিও রোগী পরিষেবা চালু রেখেই প্রতীকী অনশনে শামিল হয়েছেন জুনিয়র ডাক্তাররা বলে তাঁরা জানিয়েছেন। জুনিয়র ডাক্তারদের দাবি, ১ জন সিনিয়র চিকিৎসক সহ ৮ জন আজ প্রতীকী অনশনে শামিল হয়েছেন। আউটডোরে চিকিৎসা পরিষেবা চালু রেখে প্রতীকী অনশনে সামিল হয়েছেন বেশ কয়েকজন চিকিৎসক। অনশনরত অবস্থায় আউটডোরে রীতিমতো রোগী দেখছেন আন্দোলনরত চিকিৎসকরা। বাকিরা জরুরি বিভাগের পাশে অনশন মঞ্চে প্রতীকী অনশন করছেন। দাবি না মানা হলে প্রতিদিনই প্রতীকী অনশন চলবে বলে দাবি করেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের।

Exit mobile version