E Purba Bardhaman

সিএমওএইচকে চিকিৎসকদের স্মারকলিপি

Doctors' memorandum to CMOH

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সোমবার পূর্ব বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্যাধিকারিকের কাছে চিকিৎসকদের নিরাপত্তা, অভয়া কাণ্ডের বিচার-সহ রোগী পরিষেবা নিয়ে ৬ দফা দাবিতে স্মারকলিপি দিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। এই স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের সিএমওএইচ-২ ডা. সুবর্ণ গোস্বামী-সহ একাধিক ডেপুটি সিএমওএইচ এবং চিকিৎসকরা। এদিন দাবিগুলোর মধ্যে ছিল সকল স্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত পুলিশ কর্মী প্রদান করে জেলার সকল ডাক্তার এবং স্বাস্থ্যসেবা প্রদানকারীদের নিরাপত্তা নিশ্চিত করা। ‘রাত্রিরের সাথি’ স্কিমকে গ্রামীণ ও ব্লক স্তর পর্যন্ত প্রসারিত করা। জেলার স্বাস্থ্যব্যবস্থা থেকে ‘থ্রেট কালচার’-কে সমূলে উৎপাটন করা। সমস্ত স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি, বিশ্রাম কক্ষ, টয়লেট ইত্যাদি স্থাপন করা। সারা বছর সঠিক গুনমানের ওষুধ এবং সরঞ্জামের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং সকল শ্রেণীর শূন্য পদে অবিলম্বে নিয়োগ করা।

Exit mobile version