E Purba Bardhaman

হাসপাতালের নার্স ও চিকিৎসককে মারধরের অভিযোগে গ্রেপ্তার গাড়ির চালক

Stock Photo - Burdwan Medical College and Hospital - Photo by Sanjoy Karmakar, Purba Bardhaman

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সক ও নার্সকে গালিগালাজ করার অভিযোগে হাসপাতালেরই এক গাড়ি চালককে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম রেজাউল শেখ ওরফে শেখ রাজু। বর্ধমান শহরের ষাঁড়খানা গলি এলাকায় তার বাড়ি। হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় হাসপাতালের জরুরি বিভাগে রেজাউল সেখ তাঁর এক পরিচিতকে নিয়ে যান ডাক্তার দেখানোর জন্য। কর্তব্যরত চিকিত্সক ওই রোগীর চোখে একটি ওষুধ দেবার নির্দেশ দেন। কিন্তু সেই ওষুধ হাসপাতালে মজুদ না থাকায় বাইরে থেকে তা কিনে দেবার জন্য বলেন চিকিত্সক। অভিযোগ, সেই সময় রেজাউল সেখ ওয়ার্ডে কর্তব্যরত এক নার্সের উদ্দেশ্যে কটুক্তি করেন। গালিগালাজও দেন বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ করেন কর্তব্যরত নার্স এবং অন্যান্য চিকিত্সকরা। অভিযোগ, এই সময় নার্স ও চিকিত্সককে রেজাউল মারধর করেন বলে অভিযোগ। এরপরই কর্তব্যরত চিকিত্সক দত্তাত্রেয় হাজরা রেজাউলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে গালিগালাজ করা ও সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়ার ধারায় মামলা রুজু করে পুলিশ। রবিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হলে ২হাজার টাকার বণ্ডে ধৃতের জামিন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম রঞ্জনী কাশ্যপ।

Exit mobile version