বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমানের রাজপথেও “দ্রোহের কার্নিভাল”। মঙ্গলবার বিকালে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগ থেকে এই কার্নিভালের মিছিল শুরু হয়ে বর্ধমান রাজবাড়ি হয়ে ‘দ্রোহের কার্নিভাল’শেষ হয় কার্জন গেট চত্বরে। এখনও অভয়া-তিলোত্তমার খুন-ধর্ষণের সুবিচার হল না – এই অভিযোগ তুলে তাকে ধিক্কার জানিয়েই এদিন পথে নামেন সিনিয়র, জুনিয়র ডাক্তার-সহ চিকিৎসা পেশার সঙ্গে যুক্তরা এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স-এর ডাকা এই “দ্রোহের কার্নিভাল”-এ এদিন অংশ নেয় ‘বর্ধমান সাধারণ নারী ঐক্য মঞ্চ’, ‘মানবী – অর্ধেক আকাশ’, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন, ফেডারেশন অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, বর্ধমান মেডিকেল কলেজের প্রাক্তনীদের সংগঠন, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের রেসিডেন্ট ডাক্তার, বর্ধমান হরিসভা হিন্দু বালিকা বিদ্যালয়ের প্রাক্তনীরা-সহ অন্যান্যরা।