E Purba Bardhaman

মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় পূর্ব বর্ধমান জেলায় আত্মঘাতী দুই ছাত্রী

Due to failure of Madhyamik examination two girls suicidal in Purba Bardhaman district

বর্ধমান (পূর্ব বর্ধমান) :-  মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল মাধ্যমিকের দুই পরীক্ষার্থী। পুলিশ ও পরিবার সূত্রে জানাগেছে, রায়না ১নং ব্লকের নাড়ুগ্রামের বাসিন্দা বর্ষা মালিক (১৬) নাড়ুগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে এবার মাধ্যমিক দেয়। গত বছরও সে মাধ্যমিক দিয়েছিল। কিন্তু ২ টি বিষয়ে পাশ করলেও বাকি বিষয়ে ফেল করে। আবার এই বছর পরীক্ষা দেয়। কিন্তু এবারও ফেল করে। এরপর স্কুল থেকে রেজাল্ট নিয়ে বাড়ি গিয়ে বাড়িতে কেউ না থাকায় ঘরের মধ্যে গামছার ফাঁসে আত্মঘাতি হয়। দুপুরে মৃতের বাবা হারাধন মালিক বাড়ি ফিরে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় মেয়ের দেহ দেখতে পান। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে, মাধ্যমিক পরীক্ষাতে অকৃতকার্য হওয়ায় গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মঘাতী হলো কালনা মহকুমা এলাকার ছাত্রী মিনতি বালা (১৬)। নাদনঘাট থানা এলাকার মোল্লার বিল গ্রামের বাসিন্দা মিনতি বালা আজ দুপুরে মায়ের সাথে একটি ইন্টারনেট ক্যাফেতে রেজাল্ট দেখতে যায়। সেখানেই রেজাল্ট খারাপের কথা শুনে ভেঙে পড়ে মিনতি। পরে বাড়ি এসে দরজা আটকে দেয়। বেশ কিছুক্ষণ পরও দরজা খুলছে না দেখে বাবা গৌতম বালা ডাকতে গিয়ে দেখেন, গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলছে ওই ছাত্রী। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Exit mobile version