E Purba Bardhaman

প্রবল বৃষ্টিতে রাস্তায় ধস, যানবাহন চলাচল বন্ধ রায়নায়

রায়না (পূর্ব বর্ধমান) :- কালভার্ট তৈরীর জন্য খোঁড়া গর্তে ধস নামায় বাস চলাচল পুরোপুরি বন্ধ পূর্ব বর্ধমানের বর্ধমান জামালপুর রুটে। বিপাকে সাধারণ মানুষ। রাস্তা সংস্কারের পাশাপাশি রায়না বাজারে নতুন করে কালভার্ট তৈরীর কাজ চলছে। গত দুদিনের ভারী বৃষ্টিতে গর্তের পাশে ধস নামে। পাথরবোঝাই ডাম্পার শুক্রবার গর্তে নেমে যাওয়ায় বিপত্তি আরো বাড়ে। বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছে এলাকার মানুষের পাশাপাশি স্কুল কলেজের পড়ুয়ারাও। বাসের চালক দেবব্রত কোনার জানিয়েছেন, কালভার্টের জন্য কোনো বড় গাড়িই যাতায়াত করতে পারছে না। ফলে বর্ধমান জামালপুর ভায়া শ্যামসুন্দর রুটের প্রায় ৩৫টি বাস বন্ধ করে দেওয়া হয়েছে। বাসের যাত্রী হাফিজুর রহমান এদিন জানিয়েছেন, জামালপুর থেকে তিনি বর্ধমান যাবার জন্য জামালপুর বাসস্ট্যাণ্ডে দাঁড়িয়েছিলেন। কিন্তু কোনো বাসই ছাড়েনি। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে তাদের। এদিকে, এই ঘটনায় যুদ্ধকালীন তত্পরতায় রায়না বাজারের এই রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু জানিয়েছেন, গোটা বিষয়টি নিয়ে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা হয়েছে।

Exit mobile version