E Purba Bardhaman

বিষক্রিয়ার কারণে নির্দিষ্ট ব্যাচের ‘আমূল মিষ্টি দই’ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল স্বাস্থ্য দপ্তর

Due to the outbreak of poisoning the Health Department has banned the sale of 'Amul Mishti Doi' in Purba Bardhaman district.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমান জেলায় ‘আমূল মিষ্টি দই’ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারী করল স্বাস্থ্য দপ্তর। পূর্ব বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর থেকে এই নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। নিষেধাজ্ঞাপত্রে জেলার ডেপুটি মুখ্য স্বাস্থ্য আধিকারিক (২) সুবর্ণ গোস্বামী জানিয়েছেন, পূর্ব বর্ধমান জেলার ২ টি ব্লক থেকে খাদ্যে বিষক্রিয়ার প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে। এবং এই বিষক্রিয়ার সূত্র ধরে বাঁকুড়ার ইন্ডিয়ান ডেয়ারি প্রোডাক্ট লিমিটেড-এর প্রস্তুত KPV3653 ব্যাচের ‘আমূল মিষ্টি দই’-এর নমুনা সংগ্রহ করা হয়। সেই নমুনার মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষায় স্ট্যাফিলোকক্কাস অরিয়াস ব্যাকটেরিয়া পাওয়া গেছে বলে জানিয়েছেন ডেপুটি মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এর পরই সোমবার ওই নির্দিষ্ট ব্যাচের দই বিক্রি বন্ধের নির্দেশিকাজারী করে জেলার সকল খুচরা বিক্রেতা, পরিবেশক এবং পাইকারী বিক্রেতাদের জানিয়ে দেওয়া হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে ওই নির্দেশিকায় জানান হয়েছে।

Exit mobile version