E Purba Bardhaman

কিশোরীর শ্লীলতাহানির অভিযোগে ধৃত যুবক

নিজস্ব প্রতিবেদন, মেমারি (পূর্ব বর্ধমান) :- মূক ও বধির কিশোরীর শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিস। ধৃতের নাম লাল্টু মল্লভ। মেমারি থানার জাবুই ডাঙায় তার বাড়ি। রবিবার সকালে পুলিস তাকে গ্রেপ্তার করে। এদিন ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেপাজতে পাঠিয়ে সোমবার ধৃতকে বর্ধমানের পকসো আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম কল্লোল ঘোষ। এদিনই মেমারি হাসপাতালে কিশোরীর মেডিক্যাল পরীক্ষা করিয়েছে পুলিস।
পুলিস জানিয়েছে, মেমারি থানার ভাণ্ডুল গ্রামে মূক ও বধির ওই কিশোরীর বাড়ি। ঈদ উপলক্ষ্যে শনিবার গ্রামে অনুষ্ঠান হচ্ছিল। কিশোরী তার বাবা-মা ও দুই বোনের সঙ্গে অনুষ্ঠান দেখতে যায়। রাত ৮ টা নাগাদ কিশোরীর বাবা-মা বাড়ি ফিরে আসেন। কিছুক্ষণ পর তার দুই বোনও বাড়ি ফেরে। কিশোরীর না ফেরার বিষয়ে বোনেদের কাছে জানতে চান তাদের বাবা-মা। কিন্তু তারা দিদির বিষয়ে কিছু জানাতে পারে নি। এরপরই কিশোরীকে খুঁজতে বের হন তার বাবা-মা। জাবুই-শিয়ালডাঙার রাস্তার ধারে কিশোরীকে কান্না-কাটি করতে দেখেন তারা। কিশোরীর বাবা-মাকে দেখে সেখান থেকে লাল্টু দৌড়ে পালায়। বাড়িতে নিয়ে এসে ঘটনার বিষয়ে মেয়ের কাছে জানতে চান তার বাবা-মা। ইশারায় কিশোরী কিভাবে লান্টু তার শ্লীলতাহানি করেছে তা জানায়। এরপরই কিশোরীর মা মেমারি থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে শ্লীলতাহানি ও পকসো অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিস।

Exit mobile version