E Purba Bardhaman

বর্ধমানেও ১৯টি পুজো কমিটিকে নিয়ে দুর্গা কার্নিভ্যালে ভাসলেন হাজারো মানুষ

Durga Puja Carnival has been organized in Burdwan with 19 Puja Committees

বিপুন ভট্টাচার্য, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার বিকালে যখন গোটা কলকাতার জোড়া জোড়া চোখ রেড রোডে নিবদ্ধ দুর্গা কার্নিভ্যাল নিয়ে – সেই সময় হাজার হাজার মানুষের উচ্ছ্বাসে পূর্ব বর্ধমান জেলার কাঞ্চননগরে ১৯টি পুজো কমিটিকে নিয়ে হল দুর্গা কার্নিভ্যাল। বর্ধমানের কাঞ্চন উত্সব কমিটির উদ্যোগে এবার তৃতীয় বছরে পা দিল এই দুর্গা কার্নিভ্যাল। বর্ধমান শহরের ২৩ ও ২৪ নং ওয়ার্ডের মোট ১৮টি দুর্গাপুজোকে নিয়ে শুরু হয়েছিল কিছুটা চ্যালেঞ্জের সুরেই এই দুর্গা কার্নিভ্যাল। যার মূল উদ্যোক্তা কাঞ্চন উত্সব কমিটির সম্পাদক প্রাক্তন কাউন্সিলার তথা বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক খোকন দাস। তিন বছর আগে বর্ধমান শহরের বড় পুজোগুলিকে নিয়ে জেলা প্রশাসন মুখ্যমন্ত্রীর কলকাতার দুর্গা কার্নিভ্যালের অনুকরণে বর্ধমান শহরেও এই কার্নিভ্যাল করার উদ্যোগ নেন। তৈরী হয় বর্ধমান শহরের কয়েকটি বিগ বাজেটের পুজো কমিটিকে নিয়ে একটি দুর্গাপুজো সমন্বয় কমিটি। কিন্তু প্রশাসনিক জটিলতার কারণেই তা ভেস্তে যায়। তারপরই খোকন দাস কাঞ্চননগরের উদয়পল্লী এবং রথতলাকে নিয়ে এই দুর্গা কার্নিভ্যাল অনুষ্ঠিত করছেন। এবছর ১৯টি দুর্গা পুজো কমিটিকে নিয়ে এই কার্নিভ্যালের উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়। হাজির ছিলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহকারী সভাধিপতি দেবু টুডু সহ বিশিষ্টজনেরা। কাঞ্চননগরের কঙ্কালেশ্বরী কালীমন্দির প্রাঙ্গণ থেকে এই কার্নিভ্যাল শুরু হয়ে শেষ হয় রথতলায়। কলকাতার রেড রোডে কার্নিভ্যালের থিম বাঁকুড়ার টেরাকোটার কাজকে তুলে ধরা হলেও বর্ধমানের এই কার্নিভ্যালে বিভিন্ন পুজো কমিটি তুলে ধরেন – পানীয় জলের সংকট থেকে দেশের যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি, প্রাচীন বনেদীবাড়ির পুজোর বিসর্জন থেকে গাছ লাগানোর বার্তা নিয়ে বিভিন্ন থিম। খোকন দাস জানিয়েছেন, অংশগ্রহণকারী পুজো কমিটিগুলিকে উত্সাহ দিতে প্রথম পুরষ্কার হিসাবে ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরষ্কার ৪০ হাজার টাকা, তৃতীয় পুরষ্কার ৩০ হাজার টাকা, চতুর্থ পুরষ্কার ২০ হাজার টাকা এবং পঞ্চম পুরষ্কার হিসাবে ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে।

Exit mobile version