বিপুন ভট্টাচার্য, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার বিকালে যখন গোটা কলকাতার জোড়া জোড়া চোখ রেড রোডে নিবদ্ধ দুর্গা কার্নিভ্যাল নিয়ে – সেই সময় হাজার হাজার মানুষের উচ্ছ্বাসে পূর্ব বর্ধমান জেলার কাঞ্চননগরে ১৯টি পুজো কমিটিকে নিয়ে হল দুর্গা কার্নিভ্যাল। বর্ধমানের কাঞ্চন উত্সব কমিটির উদ্যোগে এবার তৃতীয় বছরে পা দিল এই দুর্গা কার্নিভ্যাল। বর্ধমান শহরের ২৩ ও ২৪ নং ওয়ার্ডের মোট ১৮টি দুর্গাপুজোকে নিয়ে শুরু হয়েছিল কিছুটা চ্যালেঞ্জের সুরেই এই দুর্গা কার্নিভ্যাল। যার মূল উদ্যোক্তা কাঞ্চন উত্সব কমিটির সম্পাদক প্রাক্তন কাউন্সিলার তথা বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক খোকন দাস। তিন বছর আগে বর্ধমান শহরের বড় পুজোগুলিকে নিয়ে জেলা প্রশাসন মুখ্যমন্ত্রীর কলকাতার দুর্গা কার্নিভ্যালের অনুকরণে বর্ধমান শহরেও এই কার্নিভ্যাল করার উদ্যোগ নেন। তৈরী হয় বর্ধমান শহরের কয়েকটি বিগ বাজেটের পুজো কমিটিকে নিয়ে একটি দুর্গাপুজো সমন্বয় কমিটি। কিন্তু প্রশাসনিক জটিলতার কারণেই তা ভেস্তে যায়। তারপরই খোকন দাস কাঞ্চননগরের উদয়পল্লী এবং রথতলাকে নিয়ে এই দুর্গা কার্নিভ্যাল অনুষ্ঠিত করছেন।