বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আগামী ২২ মার্চ কাটোয়া স্টেডিয়ামে সভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে জানা গেছে, লোকসভা নির্বাচনের মুখে এই জনসভা হবে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলাকে নিয়ে। আর অভিষেকের এই সভার জন্য বৃহস্পতিবার বর্ধমান টাউন হলে বিশেষ প্রস্তুতি সভা করল পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস। বৈঠকে উপস্থিত ছিলেন বর্ধমান পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা. শর্মিলা সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়-সহ অন্যান্য জেলা নেতৃত্বরা। এদিন স্বপন দেবনাথ জানিয়েছেন, শর্মিলা আমাদের ঘরের মেয়ে। ওনার দিদি ১৯৯৮ সালে আমাদের পঞ্চায়েতের একজন প্রধান ছিলেন। প্রার্থী নিয়ে দলে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। ওটা তৈরি করা। কারও বাড়িতে অশান্তি হয়না? শর্মিলা আমাদের দলের প্রার্থী, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত করেছেন। নবীন প্রবীণ সবাই একসাথে ঝাঁপিয়ে পড়েছেন। উল্লেখ্য, বর্ধমান পূর্ব লোকসভা আসনে প্রার্থী ঘোষণার পরই শুরু হয়েছে প্রচার পর্ব। চলছে দেওয়াল লিখন থেকে ছোট ছোট মিটিংও। এরই মাঝে কাটোয়ায় অভিষেকের সভাকে ঘিরে শুরু হয়েছে তীব্র উন্মাদনা।