মেমারী (পূর্ব বর্ধমান) :- মোদিবাবুর কথায় ইলেকশন চলছে। আর বাংলাকে পুড়িয়ে মারছে। বৃহস্পতিবার মেমারীর গন্তার ফুটবল মাঠে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা. শর্মিলা সরকারের সমর্থনে নির্বাচনী প্রচার সভায় বক্তব্য রাখতে গিয়ে একের পর এক কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, মেমারী আমার কাছে নতুন নয়। ছাত্রাবস্থা থেকে আসছি। মেমারিতে আসলে করন্দার কথা মনে পড়ে। ৪ জনকে পিটিয়ে খুন করেছিল। একটা বাচ্চাকে খুন করে মুড়ির টিনে ভরে দিয়েছিল। মমতা বলেন, মোদিবাবুদের কথায় ইলেকশন কমিশন গরমে পুড়িয়ে মারছে। বুঝছেন কিছু খেলাটা? মানুষকে মানুষ মনে করে না। ৭ তারিখ আবার ভোট আছে। চেন্নাইয়ে ৪০ টা সিট একদিনে ভোট হয়ে গেল। আর বাংলার ওপর মোদিবাবুদের খুব রাগ। যত পারো তত বাংলাকে খাটাও, অত্যাচারিত করো। মমতা বলেন, শুধু মিথ্যা বলে। মধু-বিধু দুই ভাই। বিনা পয়সায় গ্যাস দিচ্ছে বলে মিথ্যা বলছে। বলছে ঘরে ঘরে জল পৌঁছাচ্ছে। জমি রাজ্যের, রক্ষণাবেক্ষণ রাজ্যের, পাইপ রাজ্যের। ওরা কিচ্ছু করেনি। যা করার রাজ্য সরকার করেছে। কোনো কারণে যদি ওরা ক্ষমতায় আসে কি হবে জানিনা। গরিবের কথা জানে না। শ্রমিকদের কথা ভাবে না। ৩ বছর ১০০ দিনের কাজে টাকা দেয়নি। বাড়ি, রাস্তা, স্টিল ইন্ডাস্ট্রি, স্মল ইন্ড্রাষ্ট্রিতেও বাংলা ১ নম্বরে। তিনি বলেন, বিজেপি চেয়েছিল ফুড কর্পোরেশনের পচা চাল রেশনে দিই। কিন্তু আমরা চেয়েছি কৃষকদের কাছ থেকে ভাল চাল কিনে দিই। তাই দিচ্ছি। ৯ কোটি মানুষকে আমরা রেশন দিচ্ছি। কেন্দ্র জিএসটির ট্যাক্স তুলে নিয়ে চলে যাচ্ছে। ৬ লক্ষ ৮৪ হাজার কোটি টাকা। আমাদের টাকা দিচ্ছে না, ৩০ হাজার কোটি টাকা বকেয়া। কেন্দ্র কিছু দেয়নি। যা দিয়েছি আমরাই। অথচ সকাল সন্ধ্যা ওনার ছবি। মাছ, ডিম মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে রাজস্থান, উত্তরপ্রদেশ, কর্নাটকে। ওগুলো খাবে না তো কি খাবে? বার্লি খাবে, কলাপাতা খাবে?