বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সিইবি পুলিস অফিসার পরিচয় দিয়ে ওয়েব্রিজ থেকে তোলা আদায়ের চেষ্টা ও ম্যানেজারকে মারধরের অভিযোগে ধৃত রঞ্জিৎ বোস রাজ্য পুলিসের দুর্নীতি দমন শাখার সাব-ইন্সপেক্টর ছিলেন। কিছুদিন আগে তিনি চাকরি থেকে অবসর নিয়েছেন। সোমবার তাঁর জামিনের আবেদনের শুনানিতে এমনই তথ্য উঠে এল। তাঁর আইনজীবী পার্থ হাটি এ সংক্রান্ত নথিপত্রও আদালতে পেশ করেন। তাঁর মক্কেলকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেন তিনি। সরকারি আইনজীবী অবশ্য জামিনের জোরালো বিরোধিতা করেন। দু’পক্ষের সওয়াল শুনে এবং আদালতে পেশ করা তাঁর চাকরি সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখে ডাকা মাত্র তদন্তকারী অফিসারের কাছে হাজিরা এবং মামলার নির্ধারিত দিনে নিয়মিত হাজিরার শর্তে ৩ হাজার টাকার বন্ডে ধৃতের জামিন মঞ্জুর করেন সিজেএম চন্দা হাসমত।
পুলিস সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে জামালপুর থানার আঝাপুর এলাকায় জাতীয় সড়কের পাশে একটি ওয়েব্রিজে গাড়িতে চেপে দু’জন আসে। তারা নিজেদের সিইবি পুলিস অফিসার পরিচয় দেয়। ওয়েব্রিজের ম্যানেজারকে মারধর করে তাঁর কাছে ৬০ হাজার টাকা দাবি করে তারা। ম্যানেজার টাকা দিতে অস্বীকার করলে তাঁকে নানাভাবে ভয় দেখানো হয়। ম্যানেজার বিষয়টি ফোন করে ওয়েব্রিজের মালিককে জানান। ওয়েব্রিজের মালিক ঘটনার কথা পুলিস ও স্থানীয় বাসিন্দাদের জানান। স্থানীয় বাসিন্দারা সেখানে এসে দু’জনকে জিজ্ঞাসাবাদ করে। তাদের পরিচয়পত্র দেখতে চাওয়া হয়। তাদের কথাবার্তা সন্দেহজনক ঠেকে বাসিন্দাদের। এসবের মধ্যেই পুলিস ঘটনাস্থলে পৌঁছায়। পুলিসকে দেখে একজন বাইকে চেপে পালিয়ে যায়। পুলিস অপরজনকে জিজ্ঞাসাবাদ করে। কথাবার্তায় সন্দেহ জাগায় তাকে ধরে থানায় নিয়ে যায় পুলিস। পরে ওয়েব্রিজের ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে ভুয়ো পরিচয়ে প্রতারণা ও তোলাবাজির চেষ্টার ধারায় মামলা রুজু করে তাকে গ্রেপ্তার করে পুলিস। তার গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়।