E Purba Bardhaman

পূর্ব বর্ধমান জেলা থেকে পণ্যের রপ্তানি বাড়াতে প্রশিক্ষণ

Export Awareness Workshop. Organized by District Industries Centre, Directorate of Micro, Small & Medium Enterprises, WB. At Burdwan.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমান জেলা জুড়ে যে সমস্ত রপ্তানিকারক রয়েছেন তাঁদের একাধিক সমস্যার হাল মেটাতে এবার উদ্যোগ নিল পূর্ব বর্ধমান জেলা শিল্প কেন্দ্র। বুধবার এব্যাপারে বর্ধমান শহরে একটি কর্মশালাও অনুষ্ঠিত হল। ৫টি জেলার দায়িত্বে থাকা তথা দুর্গাপুর জোনের জয়েণ্ট ডিরেক্টর সৈকত দত্ত জানিয়েছেনজেলা জুড়ে প্রচুর রপ্তানিকারক রয়েছেন। তাঁরা বিভিন্ন সামগ্রী রপ্তানি করছেন। কিন্তু কোথাও কোথাও এই কাজ করতে গিয়ে তাঁদের সমস্যা হচ্ছে। সেইগুলিকে যাতে সমাধান করা যায় তাই আজকের এই কর্মশালা। এখানে এক্সপোর্টের নানান বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ডিজিটাল মার্কেটিং কীভাবে হয় তা নিয়ে আলোচনা হয়েছে। এক্সপোর্ট করতে গেলে কী কী সার্টিফিকেট নিতে হয়সেগুলি কীভাবে পাওয়া যায় সেসব বিষয়ে আলোচনা হয়েছে। কোন পণ্যের চাহিদা কোন দেশে বেশিকোন দেশে দাম বেশি সেগুলি নিয়ে আলোচনা হয়েছে। অনেকক্ষেত্রে এক্সপোর্টইমপোর্টের ক্ষেত্রে সরকার ভর্তুকি দিয়ে থাকেসেগুলি নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানিয়েছেনএদিনের এই কর্মশালায় প্রায় ৭০ জন রপ্তানিকারক অংশ নিয়েছেন। তিনি জানিয়েছেন,বর্ধমান জেলা থেকে চাল রপ্তানি হয়। এছাড়াও বিভিন্ন হস্তশিল্প সামগ্রী চায়নাইতালিসহ অনেকে দেশেই রপ্তানি হয়। কাঁথাস্টিচকাঠের কারুশিল্প,শোলা শিল্পডোকরারাইসটেরাকোটাগহনা এক্সপোর্ট হয়। বেশিরভাগটাই ব্যক্তিগত ভাবে। সৈকতবাবু জানিয়েছেনরপ্তানি বাণিজ্য বাড়াতে এই সমস্ত উত্পাদিত দ্রব্য তাঁরা বিভিন্ন মেলায় পাঠানোর ব্যবস্থা করেন। সরাসরি শিল্পীরা সেখানে বিক্রি করে আসেন। পাশাপাশি সেখান থেকেই শিল্পীদের কাছে পরে অর্ডার আসে।

Exit mobile version