বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আর জি কর কাণ্ড নিয়ে প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে ছাত্র সংগঠন এবিভিপি এবং তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিল রবিবার বিকালে কার্জন গেট এলাকায়। আর জি কর কান্ডে ধর্ষকদের ফাঁসির দাবিতে যখন তৃণমূলের মহিলারা আন্দোলন করছেন তখন তাঁদের লক্ষ্য করে কুৎসিত অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠেছে ছাত্র সংগঠন এবিভিপি-র কর্মীদের বিরুদ্ধে। এই কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে পালটা শ্লোগান দিতে থাকেন মহিলারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি অনুযায়ী ধর্ষণ সংক্রান্ত কঠোর আইন প্রণয়নের দাবিতে জেলার বিভিন্ন বিধানসভা ও ব্লকে ব্লকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে এদিন তৃণমূল মহিলা কংগ্রেস। এই কর্মসূচির অংশ হিসাবে রবিবার বর্ধমান শহরের কার্জনগেট চত্বরে অবস্থান বিক্ষোভ করছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের নেতা-কর্মীরা। এই কর্মসূচি শুরুর মুহূর্তে হঠাৎ করে এবিভিপি-র কর্মীরা কার্জনগেট চত্বরে পৌঁছে মহিলাদের উদ্দেশ্যে নানা রকম কুরুচিকর অঙ্গভঙ্গি করতে শুরু করে বলে অভিযোগ তোলে তৃণমূল।