E Purba Bardhaman

তোলাবাজির অভিযোগে ভুয়ো আবগারি অফিসার গ্রেপ্তার

Fake excise officer arrested on charges of extortion

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আবগারি অফিসার পরিচয় দিয়ে হুমকি ও তোলাবাজির অভিযোগে শক্তিগড় থানার পুলিশের হাতে গ্রেপ্তার হল ভুয়ো আবগারি অফিসার। ধৃতের নাম শুভেন্দু কুমার। বাড়ি মেমারী থানার অন্তর্গত পলসায়। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই নিজেকে আবগারি অফিসার পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে মোটা টাকার তোলাবাজি চালাতো অভিযুক্ত। সম্প্রতি এই ভুয়ো অফিসারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল শক্তিগড় এলাকার বহু ব্যবসায়ী। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ আগস্ট হীরাগাছি কুলারি এলাকার বাসিন্দা সরস্বতী লোহার শক্তিগড় থানায় এব্যাপারে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ করেন, ২৩ আগস্ট তাঁর বাড়িতে আসেন নিজেকে আবগারি অফিসার হিসাবে পরিচয় দিয়ে এক যুবক। তিনি সরস্বতী লোহারের কাছে মদ বিক্রির অভিযোগে ৩ হাজার টাকা চান। এরপরই তিনি ঘরের মধ্যে ঢুকে সরস্বতীদেবীর টাকার ব্যাগ থেকে আট হাজার টাকা নিয়ে চলে যান। এই ঘটনার বিষয়ে সরস্বতী লোহার শক্তিগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে শক্তিগড় থানার পুলিশ। এরপর রবিবার রাতে ফাঁদ পাতে পুলিশ। আর পুলিশের পাতা ফাঁদেই পা দেয় ওই ভুয়ো অফিসার। পুলিশ তাকে গ্রেপ্তার করে। সোমবার তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, শুভেন্দু কোনার বেশ কিছু দিন ধরেই জেলার বিভিন্ন এলাকায় হোটেল ব্যবসায়ী-সহ অন্যান্যদের কাছ থেকে নিজেকে আবগারি অফিসার পরিচয় দিয়ে তোলাবাজি চালাচ্ছিলো। প্রত্যেককে ভয় দেখিয়ে মোটা টাকা চাইতো, না দিতে চাইলে আবগারি আইনে মামলা করা হবে বলে হুমকিও দিত সে।

Exit mobile version