বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলার উন্মাদনা গোটা বিশ্বের সঙ্গে বর্ধমান শহরেও। রবিবার দুপুর থেকেই বর্ধমান পুরসভার ৪নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার নুরুল আলম ওরফে সাহেবের নেতৃত্বে পৌষালী উৎসব কমিটির পক্ষ থেকে বিশ্বকাপের ফাইনালকে উপভোগ্য করে তুলতে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচী। দুপুর থেকেই ৪নং ওয়ার্ডের ফ্লাইওভারের নীচে ‘খেলা হবে’ উদ্যানে মঞ্চ করে লাগানো হয়েছে বিরাট এলইডি স্ক্রিন। সন্ধ্যে থেকেই শুরু হয় চা, কফির সঙ্গে স্ন্যাস্কের আয়োজন। রাতে প্রায় ৩০০ জনের জন্য সবজি দিয়ে খিচুরী, চাটনির আয়োজনও করা হয়েছে। নুরুল আলম জানিয়েছেন, খেলাকে উপভোগ্য করে তুলতে ৪নং ওয়ার্ডের ৪২টি ক্লাবকেও মাঠে আমন্ত্রণ জানানো হয়েছে। একদিকে আর্জেন্টিনা, অন্যদিকে ফ্রান্স – দুটি টিমের জার্সি এবং পতাকা নিয়ে রীতিমত শীতের ঠাণ্ডাকে সরিয়ে দিয়ে খেলার উত্তেজনায় ফুটছে বাজেপ্রতাপপুরের খেলা হবে উদ্যান।