E Purba Bardhaman

আলু চাষের ক্ষতিতে ভাগচাষীর মৃত্যু

Farmer suicide due to damage to potatoes

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও আলু চাষে অকাল বৃষ্টির জেরে ব্যাপক ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই জেলার চাষীরা ক্ষতিপূরণের দাবীতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন। শাসকবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও লাগাতার আলু নিয়ে বিক্ষোভ ও স্মারকলিপি দেওয়া হয়েছে। আর এসবের মাঝেই চলতি মরশুমে আলুর এই ক্ষতিতে আত্মঘাতি হলেন এক ভাগচাষী। মৃতের নাম চাঁদু মালিক (৪৫)। বাড়ি রায়না থানার মধুবন এলাকায়। মৃতের পরিবার সুত্রে জানা গেছেচলতি মরশুমে চাঁদু বাবু প্রায় ৩ বিঘে জমিতে ভাগে আলুপিয়াজ এবং লংকাচাষ করেন। এই চাষ করতে গিয়ে তার প্রায় ২০ হাজার টাকা বাজারে ঋণ হয়। সেই টাকা তিনি শোধ করতে পারছিলেন না। সম্প্রতি অকাল বৃষ্টির জেরে আলুর ব্যাপক ক্ষতি হয়। যেটুকু আলু জমিতে রয়েছে তা কেনার লোক নেই। ফলে সব মিলিয়ে তিনি মানষিক অবসাদে ভুগছিলেন। তার জেরেই তিনি মংগলবার বিকালে বিষ খান। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।

Exit mobile version