বর্ধমান (পূর্ব বর্ধমান) :- অকাল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ, কৃষিঋণ ও বিদ্যুৎ বিল মকুব, সার ও বীজের কালোবাজারি রোধ-সহ কৃষকদের বিভিন্ন দাবিতে রবিবার বর্ধমান-নবদ্বীপ রোডে মালম্বা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো কৃষি ও কৃষক বাঁচাও কমিটির মেমারী ২ ব্লক কমিটি। সংগঠনের জেলা সম্পাদক অনিরুদ্ধ কুণ্ডু জানিয়েছেন, সরকার এখনো কৃষকদের সার্বিক ক্ষতিপূরণের কথা ঘোষণা করেনি। ফলে কৃষকদের অবস্থা অত্যন্ত খারাপ। ঋণে জর্জরিত হয়ে আছেন। এখনোও সরকারি কর্তারা মাঠ পরিদর্শন করেননি। তারা ড্রোনের সাহায্যে ক্ষতির পরিমাপ করছেন। অনিরুদ্ধবাবু জানিয়েছেন, তাঁরা আশঙ্কা করছেন, এর ফলে সঠিক ক্ষতিপূরণ পরিমাপ করা যাবে না। তাই সরকারি কর্তারা অবিলম্বে মাঠে নেমে ক্ষতির পরিমাণ পরিমাপ করুক এবং সরকার ক্ষতিপূরণ ঘোষণা করুক। এরইসঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ ও বিদ্যুৎ বিল মকুব এবং সার ও বীজের কালোবাজারি রোধ করার দাবী জানাচ্ছেন তাঁরা। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অনিরুদ্ধ কুণ্ডু-সহ ব্লক কমিটির সভাপতি সামসুল আহম্মদ, মহাদেব প্রধান প্রমুখরা।