Site icon E Purba Bardhaman

স্কুল ছাত্রী অপহরণের অভিযোগে বাবা ও ছেলে গ্রেপ্তার

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে বর্ধমান মহিলা থানার পুলিস। ধৃতদের নাম সনৎ দে ও সন্টু দে। রায়না থানার সেহারা স্টেশন রোড এলাকায় তাদের বাড়ি। শনিবার সকালে বাড়ি থেকে পুলিস তাদের গ্রেপ্তার করে। এদিনই ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ছাত্রীর হদিশ পেতে সন্টুকে ৫ দিন নিজেদের হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতের ৪ দিনের পুলিসি হেপাজত মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম। সন্টুর বাবা সনৎকে বিচার বিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
পুলিস জানিয়েছে, মাধবডিহি থানার আলমপুরে বছর ষোলোর ওই ছাত্রীর বাড়ি। সে সেহারাবাজার গার্লস হাইস্কুলে পড়াশুনা করে। গত ১৯ মে থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও তার হদিশ পাননি পরিবারের লোকজন। নিখোঁজ হওয়ার কিছুদিন পর ছাত্রী বাড়িতে ফোন করে জানায়, সন্টু ও তার দাদা তাকে অপহরণ করে সেহারাবাজার ক্যানেলপাড় এলাকায় তাদের বাড়িতে জোর করে আটকে রেখেছে। ছাত্রীর মা ও দাদা তাদের বাড়িতে যান। কিন্তু, তাদের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। ঘটনার কথা মাধবডিহি থানায় জানান ছাত্রীর মা। কিন্তু, থানা কোনও ব্যবস্থা নেয়নি। উল্টে আদালতে মামলা করার পরামর্শ দেয়। এরপর ছাত্রীর মা সিজেএম আদালতে মামলা করেন। কেসরুজু করে তদন্তের জন্য বর্ধমান মহিলা থানার আইসিকে নির্দেশ দেন সিজেএম।

Exit mobile version