বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সম্পত্তি নিয়ে বিবাদের জেরে নিজের ছেলে, বৌমা এবং দুই নাতনিকে পুড়িয়ে মারার চেষ্টা করলো গুণধর বাবা। নৃশংস্য এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসি থানার খানো এলাকার ডাঙ্গাপাড়া গ্রামে৷ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় ৪জনকেই নিয়ে আসা হলে বুধবার বিকালে মৃত্যু হয় ছোট ছেলে সেখ ইকবালের। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ইকবালের স্ত্রী তুহিনা বেগম এবং তাঁদের এক কন্যা সন্তান বিলকিস বেগম।