বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ফের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সকরা ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারে সফলতা পেলেন। শুক্রবার বীরভূমের নানুর এলাকার বাসিন্দা দেবনাথ মাজির ১বছর ৮ মাসের শিশুপুত্রের পেট থেকে অপারেশন করে বার করা হল একটি ভ্রূণ। চিকিত্সার পরিভাষায় যার নাম ফিটাস ইন ফিটু। শুক্রবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের শল্য চিকিৎসক ডাক্তার নরেন্দ্রনাথ মুখার্জীর নেতৃত্বে ২০ জনের একটি টিম প্রায় ২ ঘন্টার অপারেশন করে শিশুর পেট থেকে ভ্রুণ বার করেন। আপাতত শিশুটি সুস্থ আছে। চিকিৎসকরা জানিয়েছেন, বীরভুমের নানুর থানা এলাকার বাসিন্দা ওই শিশু দেবনাথ মাজির জন্মের পর থেকেই পেটে শক্ত মত কিছু রয়েছে বলে টের পান শিশুর মা লক্ষ্মী মাজি। এরপর শিশুটিকে স্থানীয় ডাক্তারদের দেখানো হয়। কিন্তু সমস্যা না মেটায় গত ২৩ মার্চ বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েকদিন ধরে নানান পরীক্ষার পর শুক্রবার তার সফল অপারেশন হয়। ডা. নরেন্দ্রনাথ মুখার্জ্জী জানিয়েছেন প্রায় ৫ লাখ শিশুর মধ্যে এই ধরণের একটি ঘটনা ঘটে।