E Purba Bardhaman

বিদ্যুতের মাশুল কমানোর দাবী এ্যাবেকার

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিদ্যুত মাশুল ৫০ শতাংশ না কমানোর প্রতিবাদে বুধবার অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনসিউমারস এ্যাসোসিয়েশনের বর্ধমান জেলা শাখা বিক্ষোভ দেখালো। এদিন সংগঠনের পক্ষ থেকে বিদ্যুত মাশুলের ঘোষণাপত্র পোড়ানোও হয়। সংগঠনের জেলা সম্পাদক সুব্রত বিশ্বাস জানিয়েছেন, গত দুবছরে কয়লার দাম ৪০ শতাংশ কমেছে। জিএসটি কমেছে ৭ শতাংশও। এমনকি বিদ্যুত বণ্টন কোম্পানীর কারিগরী ও বাণিজ্যিক ক্ষতিও কমেছে প্রায় ২ শতাংশ। অথচ গ্রাহকদের বিদ্যুতের মাশুল ফের বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁরা এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে বিদ্যুতের দাম ৫০ শতাংশ কমানোর দাবী জানিয়েছেন তাঁরা।

Exit mobile version