E Purba Bardhaman

স্বাধীনতা দিবসে পূর্ব বর্ধমান জেলায় প্রথম সাংবাদিকদের সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক

First cultural program of journalists in Purba Bardhaman district on Independence Day

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমান জেলায় প্রথম গঙ্গা কিশোর ভট্টাচার্য প্রেস কর্ণারের উদ্যোগে এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান। ৭৮ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে বর্ধমান টাউন হলে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের। অনুষ্ঠানের উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশংকর মণ্ডল। তিনি বলেন, সাংবাদিকরা প্রথম এই যে উদ্যোগ নিয়েছেন তা খুবই প্রশংসার যোগ্য। সাংবাদিকতার পাশাপাশি তাঁদের মধ্যেও যে নানান প্রতিভা রয়েছে তা তুলে ধরার এই উদ্যোগ জারি থাকুক। উল্লেখ্য, এদিনের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংবাদিক ও সাংবাদিক পরিবারের প্রায় ৪০ জন সদস্য গান, অবৃত্তি, আলেখ্য পরিবেশন করেন। একইসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের অনুসরণে ‘বদনাম’ নাটক মঞ্চস্থ করা হয়। অভিনয়ে ছিলেন, রাজীব মণ্ডল, জয়শ্রী চক্রবর্তী, বিপুন ভট্টাচার্য, প্রদীপ মণ্ডল, তারাশংকর সরকার, দেবাশীষ ঘোষ এবং মহম্মদ খান।

Exit mobile version