E Purba Bardhaman

কর্মচারী ফেডারেশনের জেলা পরিষদ ইউনিটের প্রথম জেলা সম্মেলন, আর জি কর কাণ্ড নিয়ে প্রতিবাদ

First District Conference of Zilla Parishad Unit of Karmachari Federation

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আর জি কর কাণ্ড নিয়ে সোমবার বর্ধমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল। সম্প্রতি পূর্ব বর্ধমান জেলা পরিষদের এই কর্মচারী ফেডারেশন ইউনিট গঠন করা হয়েছে। এদিন জেলা পরিষদের গেটের সামনে জেলা পরিষদের কর্মচারীদের আর জি কর নিয়ে এই অবস্থান বিক্ষোভে যোগ দেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহকারী সভাধিপতি গার্গী নাহা, মেন্টর সেখ ইসমাইল, কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জ্জী, বিশ্বনাথ রায়, জেলা পরিষদের কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি রফিকুল ইসলাম প্রমুখরা। হাজির ছিলেন ফেডারেশনের রাজ্য ও জেলাস্তরের নেতৃত্বরাও। উল্লেখ্য, এদিনই বর্ধমান জেলা পরিষদ কর্মচারী ফেডারেশনের প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল সংস্কৃতি লোকমঞ্চের এ্যানেক্সে। নয়া কমিটির জেলা সভাপতি হয়েছেন রফিকুল ইসলাম। কমিটির উপদেষ্টা করা হয়েছে তরুণ কার্ফাকে। সহ-সভাপতি মঙ্গলময় চৌধুরি, সাধারণ সম্পাদক মুন্সী রাজমি সায়ানী, যুগ্ম সম্পাদক রাজেন্দ্র দাস এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সুতনু দত্ত। এছাড়াও ৯ জনকে এক্সিকিউটিভ কমিটিতে রেখে মোট ১৪ জনের কমিটি ঘোষণা করা হয়েছে। এদিন এই জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গী নাহা, জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম, জনস্বাস্থ্য কর্মাধ‌্যক্ষ বিশ্বনাথ রায়, ফেডারেশনের বর্ধমান জেলা সভাপতি বিশ্বজিৎ সাঁই প্রমুখরা।

Exit mobile version