E Purba Bardhaman

মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ ইন হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স নিয়ে সেমিনার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে

First Seminar on Multidisciplinary Approach in Humanities and Social Science organized at Burdwan University

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূর এবং অনলাইন শিক্ষা বিভাগের উদ্যোগে এই প্রথম জাতীয় স্তরের একদিনের বিশেষ সেমিনার আয়োজিত হল – যেখানে প্রায় ১০৩ জন তাঁদের গবেষণা পত্রের বিষয়বস্তুকে তুলে ধরলেন। সেমিনারের বিষয় ছিল – মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ ইন হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স। এদিন দূরশিক্ষা বিভাগের বিদ্যাসাগর ভবনের সভাঘরে এই সেমিনারের উদ্বোধন করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্র। বর্ধমানের বিশিষ্ট ইতিহাস গবেষক তথা এই সেমিনারের আহ্বায়ক ড. সর্বজিত যশ জানিয়েছেন, জাতীয় শিক্ষানীতি অনুসারে বিষয়ভিত্তিক এতাবতকালের ভাবনার বদল আনা হয়েছে। অর্থাৎ এই শিক্ষানীতি অনুসারে একজন বিজ্ঞানের ছাত্র কলা বিভাগের বিষয়কেও তাঁর পাঠ্যে রাখতে পারবেন। ফলে এই মুহূর্তে অত্যন্ত জরুরি হয়ে উঠেছে প্রতিটি বিষয় বা সাবজেক্টের সঙ্গে অন্যান্য সাবজেক্টের যে আত্মিক যোগ রয়েছে তাকেই তুলে ধরা। ছাত্রছাত্রীদের মধ্যে এই ধারণাকে পুষ্ট করার প্রয়োজন। তিনি জানিয়েছেন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রথম ১৯৯৪ সালে দূরশিক্ষা চালু হয়। তারপর থেকে সমস্ত সাবজেক্ট তথা বিষয়কে নিয়ে এভাবে কোনো সেমিনার হয়নি। তিনি জানিয়েছেন, এদিন এই সেমিনারে বিভিন্ন বিষয়ের ওপর রিসার্চ স্কলার, শিক্ষক, অধ্যাপক এবং স্বাধীন গবেষক তাঁদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন। একদিনের এই সেমিনারে শতাধিক বক্তা থাকায় ভবনের ৬টি ঘরে এই সেমিনারকে ছড়িয়ে দেওয়া হয় – যা আগে কখনও হয়নি। এদিন দূরশিক্ষা দপ্তরের দর্শন বিভাগের অধ্যাপিকা সায়নী রায় জানিয়েছেন, প্রতিটি বিষয়ের সঙ্গে অন্য বিষয়ের যে যোগ রয়েছে তাকেই এদিন তুলে ধরা হয়েছে। এরফলে যিনি দর্শন নিয়ে পড়ছেন তাঁর মধ্যেও অন্য বিষয়ের ওপর আগ্রহ সৃষ্টি হচ্ছে, তিনি জানতে পারছেন। উল্লেখ্য, এদিন এই সেমিনারে ডিজিটাল রেভলিউশন ইন এডুকেশন, ফিউচার অনলাইন অ্যান্ড ডিসটেন্স লার্নিং ইন ইন্ডিয়া, ফেমিনিজম অ্যান্ড জেন্ডার ইস্যু, ট্রমা স্টাডিজ, চেঞ্জিং রিলিজিয়াস থট ইন ২১ সেঞ্চুরি প্রভৃতি প্রায় ২৩টি বিষয়ের ওপর আলোচনা হয়।

Exit mobile version