বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূর এবং অনলাইন শিক্ষা বিভাগের উদ্যোগে এই প্রথম জাতীয় স্তরের একদিনের বিশেষ সেমিনার আয়োজিত হল – যেখানে প্রায় ১০৩ জন তাঁদের গবেষণা পত্রের বিষয়বস্তুকে তুলে ধরলেন। সেমিনারের বিষয় ছিল – মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ ইন হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স। এদিন দূরশিক্ষা বিভাগের বিদ্যাসাগর ভবনের সভাঘরে এই সেমিনারের উদ্বোধন করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্র। বর্ধমানের বিশিষ্ট ইতিহাস গবেষক তথা এই সেমিনারের আহ্বায়ক ড. সর্বজিত যশ জানিয়েছেন, জাতীয় শিক্ষানীতি অনুসারে বিষয়ভিত্তিক এতাবতকালের ভাবনার বদল আনা হয়েছে। অর্থাৎ এই শিক্ষানীতি অনুসারে একজন বিজ্ঞানের ছাত্র কলা বিভাগের বিষয়কেও তাঁর পাঠ্যে রাখতে পারবেন। ফলে এই মুহূর্তে অত্যন্ত জরুরি হয়ে উঠেছে প্রতিটি বিষয় বা সাবজেক্টের সঙ্গে অন্যান্য সাবজেক্টের যে আত্মিক যোগ রয়েছে তাকেই তুলে ধরা। ছাত্রছাত্রীদের মধ্যে এই ধারণাকে পুষ্ট করার প্রয়োজন।