E Purba Bardhaman

বিজেপির জেলা সভাপতি, সাংসদ ও নেতাদের ছবি দিয়ে শহর জুড়ে ফ্লেক্স, চাঞ্চল্য

Flex across the city with photos of BJP district president, MPs and leaders

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- লোকসভা ভোটের মুখে শুক্রবার যখন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পূর্ব বর্ধমানের লাগোয়ে আরামবাগে সভা করলেন। সেই সময় বর্ধমান শহরের জায়গায় বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি এবং বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি সাংসদের ছবি-সহ আরও কয়েকজন জেলা বিজেপি নেতৃত্বের ছবি দিয়ে ফ্লেক্সে ভরিয়ে দেওয়া হল বর্ধমান শহর। এই ঘটনায় রীতিমতো অস্বস্তির মুখে গেরুয়া শিবির। যদিও নেতারা এবিষয়ে মুখ খুলতে নারাজ। উল্লেখ্য, এদিন শহরের বিভিন্ন জায়গায় একটি ফ্লেক্স দেখতে পাওয়া যায়। যেখানে বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা, সাংসদ সুরিন্দর সিং অহলুবালিয়া সহ আরও ৮জন বিজেপি নেতার ছবি দিয়ে ওপরে লেখা হয়েছে বর্ধমান বিজেপিকে শেষ করার নেপথ্যের নায়ক। একইসঙ্গে জেলা সভাপতির নাম পরিবর্তন করে লেখা হয়েছে ঢোলক তা (জমি জায়গার দালাল)। সাংসদের নামের তলায় লেখা হয়েছে রাজনৈতিক ব্যবসাদার। জেলা সভাপতি এবং সাংসদের ছবির নিচে ৬জন নেতার ছবি দিয়ে কারা কারা কার অনুগামী তা চিহ্নিত করা হয়েছে। একইসঙ্গে আরও দুই নেতার ছবি দিয়ে তাঁদের ওপরে লেখা হয়েছে জনসংযোগকারী ব্যক্তিকে বিজেপির জেলার দায়িত্ব দেওয়া হোক। এদিকে, লোকসভা ভোটের মুখে গেরুয়া শিবিরের নেতাদের ছবি দিয়ে এই ফ্লেক্স টাঙানোকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এব‌্যাপারে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির মুখপাত্র পুষ্পজিত সাঁই জানিয়েছেন, এব্যাপারে তাঁরা কোনো বক্তব্য জানাবেন না। অপরদিকে, তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র প্রসেনজিত দাস জানিয়েছেন, বিজেপির ৩টে শিবির, ৪টে লোক। প্রতিদিনই তাঁদের নিজেদের মধ্যে ঝামেলা হচ্ছে, মারামারি হচ্ছে। মানুষ সব দেখছে। আগামী লোকসভা ভোটে বিজেপিকে সাধারণ মানুষই জবাব দেবে।

Exit mobile version