বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে পুর্ব বর্ধমান বর্ধমানের জাতীয় সড়কের ধারে শক্তিগড় এলাকার বিভিন্ন মিষ্টির দোকানে হঠাৎ অভিযান চালিয়ে ল্যাংচা, মিহিদানা, শোনপাপড়ি, রসগোল্লা এই চার রকমের মিষ্টির সার্ভিলেন্স স্যাম্পেল সংগ্রহ করা হল। এগুলি পুনেতে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন জেলার ডেপুটি সি এম ও এইচ – ২ সুনেত্রা মজুমদার। তিনি জানিয়েছেন, মুলত দুটি বিষয় পরীক্ষার সময়ে দেখা হবে – ১) বিক্রেতারা মিষ্টির উপকরণ হিসেবে যা দাবি করেছেন তা বাস্তবে মিষ্টিতে আছে কিনা এবং ২) মিষ্টিতে কোনো ব্যাকটিরিয়া সংক্রমণ আছে কীনা।