E Purba Bardhaman

পাচারের সময় ৫২৪ টি টিয়া পাখি উদ্ধার, গ্রেপ্তার ২ পাচারকারী

The Forest department and Crime Control Bureau seized 524 Parrots. Two birds traffickers arrested

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পাঁচশোরও বেশি টিয়া পাখি বাজেয়াপ্ত করল বনদপ্তর ও ক্রাইম কন্ট্রোল ব্যুরো। পাটনা থেকে বাসে করে পাচারের সময় উদ্ধার করা হল ৫২৪ টি টিয়াপাখি । পাচারের অভিযোগে সেখ আক্তার ও বৈশাখী মহম্মদ নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বাড়ি বর্ধমানের বাজেপ্রতাপপুরে। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে নবাবহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে পাটনার রওশন নগর থেকে আসা একটি বাস থেকে খাঁচাবন্দি অবস্থায় উদ্ধার করা হয় টিয়াপাখি গুলিকে। কোন কোন প্রজাতির টিয়াপাখি আছে তা খতিয়ে দেখছে বনদপ্তর। এদিনই ধৃতদের বর্ধমান আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। পূর্ব বর্ধমান জেলা বনাধিকারিক দেবাশীষ শর্মা জানিয়েছেন, আদালতের নির্দেশে তাঁরা উদ্ধার করা টিয়াপাখিগুলিকে খোলা আকাশে ছেড়ে দেবেন। তিনি জানিয়েছেন, ভারতীয় পশু আইন অনুসারে টিয়াপাখি পোষা অন্যায়। প্রাথমিকভাবে তিনি জানিয়েছেন, এই পাখিগুলিকে কলকাতায় নিয়ে যাবার পরিকল্পনা ছিল।
উল্লেখ্য, এর আগে গত ৮ সেপ্টেম্বর কলকাতা হাট থেকে টিয়াপাখি নিয়ে এসে তা অবৈধভাবে বিক্রির করার সময় বর্ধমান শহরের নীলপুর বাজার এলাকায় এক ব্যক্তিকে আটক করে ভয়েস ফর ভয়েসলেশ নামে একটি পশুপ্রেমী সংগঠন। সংগঠনের সভাপতি অভিজিত মুখার্জ্জী জানিয়েছেন, গত রবিবার সকালে তাঁরা খবর পান, নীলপুর বাজারে বিক্রি হচ্ছে দুষ্প্রাপ্য টিয়াপাখির একটি প্রজাতি। খবর পেয়ে তাঁরা সেখানে যান এবং প্রায় ২০টি পাখি সহ পাখি বিক্রেতাকে আটক করেন তাঁরা। খবর দেওয়া হয় বর্ধমান বনবিভাগে। বনবিভাগের হাতে তুলে দেওয়া হয় টিয়াপাখিগুলিকে। ছিল সাধারণ টিয়া এবং ফুলটুসি টিয়া প্রজাতির ২০টি পাখি। তার মধ্যে একটি পাখি মারাও যায়। অভিজিতবাবু জানিয়েছেন, এই ধরণের পাখি বিক্রি সম্পূর্ণ অবৈধ। এই অবৈধ কারবারে যুক্ত রয়েছেন কলকাতার টালা ট্যাঙ্ক এলাকার কিছু ব্যবসায়ী সহ রেলের কিছু কর্মীও। তিনি জানিয়েছেন, ধৃত ব্যক্তি মহম্মদ গুড্ডু জানিয়েছেন, কলকাতা থেকে ট্রেনে বর্ধমানে সে পাখিগুলিকে বিক্রির জন্য নিয়ে এসেছিল। কোনো বৈধ কাগজপত্র ছাড়াই এভাবে রেলে যাতায়াত করার জন্য রেলের কর্মীরাও যুক্ত বলে তাঁরা জানতে পেরেছেন। এব্যাপারে রেলের উর্ধতন কর্তৃপক্ষের কাছে তাঁরা অভিযোগ জানাচ্ছেন। পাশাপাশি পশু পাখি নিয়ে অবৈধ এই ব্যবসা বন্ধের জন্য জেলা প্রশাসনের কাছেও তাঁরা আবেদন জানাবেন।

Exit mobile version