বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পাঁচশোরও বেশি টিয়া পাখি বাজেয়াপ্ত করল বনদপ্তর ও ক্রাইম কন্ট্রোল ব্যুরো। পাটনা থেকে বাসে করে পাচারের সময় উদ্ধার করা হল ৫২৪ টি টিয়াপাখি । পাচারের অভিযোগে সেখ আক্তার ও বৈশাখী মহম্মদ নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বাড়ি বর্ধমানের বাজেপ্রতাপপুরে। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে নবাবহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে পাটনার রওশন নগর থেকে আসা একটি বাস থেকে খাঁচাবন্দি অবস্থায় উদ্ধার করা হয় টিয়াপাখি গুলিকে। কোন কোন প্রজাতির টিয়াপাখি আছে তা খতিয়ে দেখছে বনদপ্তর।
উল্লেখ্য, এর আগে গত ৮ সেপ্টেম্বর কলকাতা হাট থেকে টিয়াপাখি নিয়ে এসে তা অবৈধভাবে বিক্রির করার সময় বর্ধমান শহরের নীলপুর বাজার এলাকায় এক ব্যক্তিকে আটক করে ভয়েস ফর ভয়েসলেশ নামে একটি পশুপ্রেমী সংগঠন।