E Purba Bardhaman

বর্ধমান জুলজিক্যাল পার্ক থেকে শিলিগুড়ির ‘বেঙ্গল সাফারি’ পার্কে চিতাশাবক ‘কৃষ্ণা’

Forest department authorities sent the Cheetah cub 'Krishna' from Burdwan Zoological Park to 'Bengal Safari' Park in Siliguri

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- জন্মের প্রায় ২ বছর পর অবশেষে বর্ধমান জুলজিক্যাল পার্ক থেকে উত্তরবঙ্গের শিলিগুড়ির পথে চিতাশাবক ‘কৃষ্ণা’। আপাতত কৃষ্ণার ঠিকানা ‘বেঙ্গল সাফারি’ পার্ক। বিভাগীয় নিয়ম অনুযায়ী রুটিন বদল বলে বনদপ্তর সূত্রে জানা গেছে। করোনার জেরে উদ্ভূত পরিস্থিতিতে লকডাউন পর্বের মধ্যেই ২ বছর আগে বর্ধমান জুলজিক্যাল পার্কে বনদপ্তরের পর্যবেক্ষনের মধ্যে উত্তরবঙ্গ থেকে আনা ধ্রুব ও কালি নামে চিতাজোড়ার মিলনে জন্ম হয় কৃষ্ণার। তারপর থেকেই বিশেষ কঠোর নজরদারীর মধ্যে আসতে আসতে বড়ো হয়ে ওঠে কৃষ্ণা। অবশেষে প্রায় ২ বছর পর বিভাগীয় নিয়ম অনুযায়ী সমস্ত রকমের পরীক্ষা-নিরীক্ষার পর কৃষ্ণাকে পাঠানো হল শিলিগুড়ির বেঙ্গল সাফারীতে। আপাতত কৃষ্ণা এখানেই থাকবে বলে বনদপ্তরের পক্ষ থেকে জানা গেছে।
বিভাগীয় বনাধিকারিক (বর্ধমান) নিশা গোস্বামী জানিয়েছেন, এই বদল বিভাগীয় নিয়ম অনুযায়ীই করা হয়েছে। পরবর্তীতে উত্তরবঙ্গ থেকেও একটি চিতা বর্ধমানে আসবে। বর্ধমান জুলজিক্যাল পার্কের চিকিৎসক তপন কুমার ঘোষ জানিয়েছেন, সবরকমের পরিবেশের সাথে যাতে পশুরা খাপ খাইয়ে নিতে পারে তাই এই বদল নিয়মমাফিক হয়ে থাকে।


Exit mobile version