E Purba Bardhaman

ক্রিকেটে বিশ্বজয়ে পথচলতি মানুষের হাতে জাতীয় পতাকা

Former Air Force personnel handed over the national flag to people in Burdwan after India won the Cricket World Cup.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আইসিসি টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ভারতের জয় তথা ভারতের ক্রিকেট বিশ্বজয়কে অভিনবভাবে উদ্‌যাপন করল ভারতীয় প্রাক্তন বায়ুসেনা কর্মীরা। বর্ধমানের প্রাক্তন বায়ুসেনা কর্মীদের সংগঠন “বর্ধমান স্কাইগার্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন”-এর উদ্যোগে এদিন বর্ধমানের কার্জন গেটের সামনে সংগঠনের সদস্যরা পথচলতি মানুষের হাতে জাতীয় পতাকা এবং তেরঙ্গা রিষ্ট ব্যাণ্ড তুলে দেন। সংগঠনের সম্পাদক সুপ্রিয় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ভারতের এই বিশ্বজয় গোটা ভারতবাসীকে সম্মানিত করেছে। তাঁরা বায়ুসেনার প্রাক্তন কর্মী। ভারতের সুরক্ষা ও সম্মান রক্ষা করাই তাঁদের কাজ। এই জয়ে তাঁরা গর্বিত। এই জয় উপলক্ষ্যে এদিন তাঁরা জাতীয়তাবোধ, জাতীয় সংহতি এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়িয়ে তুলতে এই কর্মসূচি নিয়েছেন। তিনি জানিয়েছেন, এদিন তাঁরা ২০০ জাতীয় পতাকা এবং রিষ্ট ব্যাণ্ড পথচলতি মানুষের হাতে তুলে দেন। উল্লেখ্য, বর্ধমান শহর এবং শহরতলীর অসংখ্য মানুষ শনিবার রাতেই কার্জন গেটের সামনে জড়ো হয়ে ক্রিকেটের এই বিশ্বজয়কে উপভোগ করেছেন।

Exit mobile version