বর্ধমান (পূর্ব বর্ধমান) :- জমি বিক্রি বাবদ প্রায় ২৪ লক্ষাধিক টাকা না দেওয়ায় বারবার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলারের কাছে সেই টাকা দাবী করায় কাউন্সিলারের নেতৃত্বে জমির মালিকের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান শহর জুড়ে। বর্ধমানের ১৯ নম্বর ওয়ার্ডের পীরবাহারামের ডাঙ্গাপাড়ার বাসিন্দা মহম্মদ কাসেমের স্ত্রী রেজিনা খাতুন অভিযোগ করেছেন, শুক্রবার গভীর রাতে একদল দুস্কৃতি তাঁর বাড়িতে বোমা ছোঁড়ে। দোতলার ঘরের জানালা লক্ষ্য করে বোমা ছোড়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বর্ধমান থানার পুলিশ।