E Purba Bardhaman

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বর্ধমান পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

Former councilor Salim Khan has died after suffering from heart disease

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বর্ধমান পুরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিলের সদস্য সেলিম খান। তিনি পুরসভার ট্যাক্স বিভাগের দায়িত্বে ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। প্রায় বছর চারেক ধরেই তিনি হৃদরোগে ভুগছিলেন। সম্প্রতি বাইরে থেকে চিকিত্সাও করিয়ে আসেন। শনিবার ভোরে আচমকাই তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে বর্ধমানের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি দুপুরে মারা যান। এদিন সেলিম খানের মৃত্যু সংবাদ বর্ধমান শহরে তীব্র শোকের ছায়া নেমে এসেছে তৃণমূল শিবিরে। খবর পেয়েই হাসপাতালে ছুটে যান সমস্ত প্রাক্তন কাউন্সিলর সহ তৃণমূল নেতা কর্মীরা। এদিন মরদেহ জেলা তৃণমূল পার্টি অফিস এবং পুরসভায় নিয়ে যাবার পর তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে। সেলিম খানের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এবং রাজ্যের মন্ত্রী মলয় ঘটকও। শেষকৃত্যে তাঁরাও যোগদান করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। দুবার কাউন্সিলর হিসাবে জয়ী হন সেলিম খান। প্রথমবার উচ্চশিক্ষিত সেলিম খানকে পুরসভার জঞ্জাল বিভাগের দায়িত্ব দেওয়া হয়। আর জঞ্জাল বিভাগের দায়িত্ব পাবার পরই কনভেণ্টে পড়া এবং ইঞ্জিনিয়ারিং-এর রীতিমত মেধাবী এই ছাত্রটি বর্ধমান শহরকে জঞ্জাল মুক্ত করতে উঠে পড়ে লাগেন। তিনি বর্ধমান শহরের প্রতিদিনের কয়েক শো টন জঞ্জালকে ঘিরে ওঠা ক্ষোভ দূর করতে জঞ্জাল থেকে জৈব সার তৈরী এবং একইসঙ্গে তাকে ঘিরেও বেশ কিছু পরিকল্পনা তৈরী করেন।

Exit mobile version