E Purba Bardhaman

অনুকূল ঠাকুরের পুজোর অনুষ্ঠানে হার ছিনতাই, গ্রেপ্তার ৪ মহিলা

Four women were arrested in connection with the theft of necklace at the Puja ceremony of Anukul Thakur.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- অনুকূল ঠাকুরের পুজোর অনুষ্ঠানে হার ছিনতাইয়ের ঘটনায় চার মহিলাকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতদের নাম শীলাদেবী, আশাদেবী, চম্পা পাশোয়ান ও গুড়িয়া দাস। উত্তর ২৪ পরগনার নৈহাটির মারোয়াড়িপাড়ায় চম্পার বাড়ি। বাকিদের বাড়ি হুগলির চুঁচুড়া থানার লিচুবাগান এলাকায়। পুলিস জানিয়েছে, রবিবার দুপুরে কানাইনাটশাল এলাকায় অনুকূল ঠাকুরের পুজোর অনুষ্ঠান চলাকালীন ব্যাপক ভিড় হয়। ভিড়ে ঠেলাঠেলির সময় কানাইনাটশালের বাসিন্দা চন্দ্রা রায়ের গলা থেকে দু’ভরি সোনার হার ছিনতাই হয়ে যায়। তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থল থেকেই চার মহিলাকে পাকড়াও করেন। পরে তাদের পুলিসের হাতে তুলে দেওয়া হয়। চন্দ্রাদেবীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিস। চার মহিলাকে গ্রেপ্তার করে। সোমবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। সোনার হার উদ্ধারের জন্য চম্পা ও গুড়িয়াকে সাতদিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। আবেদনে ত্রুটি থাকায় সেই আবেদন খারিজ করে দেন সি‌জেএম। ধৃতদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২১ জানুয়ারি ফের আদালতে পেশের নিের্দশ দেন বিচারক।

Exit mobile version