বর্ধমান (পূর্ব বর্ধমান) :- দীর্ঘ ২২ বছর পর রবিবার বর্ধমানে অনুষ্ঠিত হল চতুর্দশ সারা বাংলা শব্দছক সম্মেলন। রবিবার বর্ধমানের জাগরী সভাঘরে দক্ষিণবঙ্গের ৮টি জেলা থেকে প্রায় ৬৫জন এই সম্মেলনে যোগ দেন। মূলত অধিকাংশ প্রতিনিধিই ছিলেন বয়সে প্রবীণ। বর্ধমান জেলা শব্দছক চক্রের সভাপতি অমল পালিত জানিয়েছেন, এদিনের সম্মেলন মূলতই যাঁরা শব্দ তৈরী করেন তাঁরাই অংশ নিয়েছেন।