E Purba Bardhaman

চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ওয়েব পোর্টালের মাধ্যমে প্রতারণার অভিযোগ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- চাকরির জন্য কর্মনিযুক্তি পোর্টালে নাম নথিভূক্ত করে প্রতারিত হয়েছেন এম.টেক পাশ করা এক যুবক। চাকরি করে দেওয়ার নিশ্চয়তা দিয়ে তার কাছ থেকে কয়েক দফায় লক্ষাধিক টাকা নিয়েছে পোর্টাল কর্তৃপক্ষ। কিন্তু, তার চাকরি হয়নি। টাকাও তিনি ফেরত পাননি। বাধ্য হয়ে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগ পেয়ে কেস রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস। বর্ধমান থানার এক অফিসার বলেন, চাকরি করে দেওয়ার নামে নানা কায়দায় প্রতারণা চলছে। এ ব্যাপারে চাকরি প্রার্থীদের সতর্ক হতে হবে। না হলে এ ধরণের ঘটনা বাড়বে। তাছাড়া প্রতারণা রুখতে কড়া আইন চালু না হলে এ ধরণের ঘটনার রাশ টানা যাবে না। অভিযোগ পেয়ে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। সংস্থাটি ও সেটির কর্মকর্তাদের বিরুদ্ধে অবশ্যই আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে।
পুলিসের কাছে লিখিত অভিযোগে বর্ধমান শহরের মহতাব রোডের প্রিয়জিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এম. টেক পাশ করে তিনি বেকার বসে রয়েছেন। চাকরি পেতে তিনি একটি পোর্টালে তার নাম নথিভূক্ত করেন। পোর্টালের তরফে তাকে একটি নামি বেসরকারি নির্মাণ সংস্থায় সাইট ইঞ্জিনিয়ার পদে চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। চাকরি করে দেওয়ার নিশ্চয়তা দিয়ে কয়েক দফায় ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সংস্থাটি তার কাছ থেকে ১ লক্ষ ৮৩ হাজার টাকা নেয়। কিছুদিন আগে তাকে পোর্টালের তরফে ফোন করে চাকরি করে দেওয়ার বিষয়ে সংস্থার অক্ষমতার কথা জানানো হয়। এরপর তিনি টাকা ফেরত চান। যদিও সংস্থাটি তাঁর টাকা ফেরত দেয়নি। সংস্থাটির এ ধরণের প্রতারণার বিষয়ে যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় পুলিসের কাছে সেই আরজি জানিয়েছেন প্রিয়জিৎ।

Exit mobile version