E Purba Bardhaman

গ্যাস মেরামতির মেকানিক পাঠানোর জন্য অনলাইনে নাম নথিভুক্ত করার কথা বলে অ্যাকাউন্ট থেকে টাকা আত্মসাৎ

Fraudsters embezzled Rs 87,000 from the account by claiming to register online to send a gas repair mechanic.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ফের অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোর কৌশল বদল করল প্রতারকরা। এতদিন এটিএমের তথ্য জেনে নিয়ে টাকা হাতাচ্ছিল তারা। এবার গ্যাস মেরামতির মেকানিক পাঠানোর জন্য অনলাইনে নাম নথিভুক্ত করার কথা বলে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে ৮৭ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। বিষয়টি বুঝতে পেরে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিত। অভিযোগ পেয়ে প্রতারণার ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে থানা। থানার এক অফিসার বলেন, অভিযোগের ভিত্তিতে কেস রুজু হয়েছে। ঘটনার কিনারায় সাইবার থানার সাহায্য নেওয়া হবে।
বর্ধমান শহরের বাবুরবাগ এলাকার বাসিন্দা উত্তম পাল রবিবার তাঁর গ্যাস ওভেন রিপেয়ারিংয়ের জন্য সংশ্লিষ্ট সংস্থার কাস্টমার কেয়ারে ফোন করেন। কিন্তু, তাঁর ফোন কেউ ধরেনি। কিছুক্ষণ পর তাঁর কাছে একটি নম্বর থেকে ফোন আসে। ওভেন সংস্থার কাস্টমার কেয়ার থেকে ফোন করা হচ্ছে কিনা তা তিনি জানতে চান। এক হিন্দিভাষী কাস্টমার কেয়ার থেকেই ফোন করা হচ্ছে বলে জানায়। এরপর ওভেনের সমস্যার কথা শোনার পর তাঁর বাড়িতে মেকানিক পাঠানোর কথা বলেন হিন্দিভাষী ওই ব্যক্তি। কিছুক্ষণ পর তাঁকে ১০ টাকা দিয়ে অনলাইনে নাম নথিভুক্ত করার জন্য বলা হয়। তাঁকে পেমেন্ট অ্যাপের মাধ্যমে টাকা পাঠাতে বলা হয়। তিনি পেমেন্ট অ্যাপের মাধ্যমে টাকা পাঠান। এরপর তাঁকে ব্যাংকের ডেবিট কার্ড স্ক্যান করে পাঠাতে বলা হয়। না বুঝে ডেবিট কার্ড স্ক্যান করে পাঠান তিনি। এরপরই তাঁর রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্ট থেকে দু’দফায় ৮৭ হাজার ২৮ টাকা গায়েব হয়ে যায়।

Exit mobile version